• বৃহস্পতিবার , ৯ মে ২০২৪

ফেসবুকের চৌর্যবৃত্তি’তে তোলপাড়


প্রকাশিত: ৮:১০ পিএম, ২১ মার্চ ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২৩০ বার

এস রহমান :  ফেসবুকের চৌর্যবৃত্তি’তে তোলপাড় চলছে। পাঁচ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অপব্যবহারের অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে তদন্ত শুরু করছে মার্কিন facebook-markjakerbag-www.jatirkhantha.com.bdফেডারেল ট্রেড কমিশন। এরইমধ্যে অভিযুক্ত প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার প্রধান আলেকজেন্ডার নিক্সকে কোম্পানির পর্যদ থেকে অপসারণ করা হয়েছে। ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ, ব্যবহারীর তথ্য সংগ্রহের জন্য কেমব্রিজ অ্যানালিটিকা নামের একটি প্রতিষ্ঠানকে অ্যাপ ব্যবহারের অনুমতি দিয়েছিল ফেসবুক।

ওই অ্যাপের মাধ্যমে প্রায় পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য সংগ্রহের পরে তা বিশ্লেষণ করে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ব্যবহার করা হয়। এ কাজের সঙ্গে জড়িত এক অধ্যাপক সম্প্রতি মুখ খোলায় তা গণমাধ্যমে আসে। গোপনে এসব তথ্য হাতিয়ে নিয়ে তা ব্যবহার করে প্রতিষ্ঠানটি মার্কিন নির্বাচন নীতি ভঙ্গ করেছে বলে অভিযোগ উঠেছে। তবে কেমব্রিজ অ্যানালিটিকা এসব অভিযোগ অস্বীকার করেছে। এদিকে ফেসবুকের বিরুদ্ধে এমন অভিযোগের ওঠার পর গত সোমবার থেকে শেয়ার মার্কেটে ফেসবুকের শেয়ার দামে ধস নামে এবং তা অব্যাহত আছে।

ব্রিটিশ ও ইউরোপীয় পার্লামেন্ট ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের কাছে এসব অভিযোগের ব্যাপারে ব্যাখা চেয়েছে। তবে ফেসবুকের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি।
সাম্প্রতিক সংকটের পর মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার সদরদফতরে ফেসবুক কর্মীদের বৈঠকে উপস্থিত ছিলেন না মার্ক জুকারবার্গ। তার পরিবর্তে ডেপুটি জেনারেল পল গ্রেভালের নেতৃত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।