• বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪

মোবাইলে এসএমএসে দেয়া হচ্ছে মেডিকেল-ডেন্টালে ভর্তির ফল


প্রকাশিত: ২:০৪ পিএম, ২০ সেপ্টেম্বর ১৫ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৯২ বার

medical vorti-www.jatirkhantha.com.bdস্টাফ রিপোর্টার.ঢাকা:  মেডিকেল ও ডেন্টাল কলেজে সমন্বিত ভর্তি পরীক্ষার ফল হাতে পেতে শুরু করেছেন শিক্ষার্থীরা।রোববার সকাল থেকে উত্তীর্ণ পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল পাঠানো শুরু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জাতিরকন্ঠকে জানিয়েছেন।ভর্তি ফরম পূরণের সময় পরীক্ষার্থীদের যে মোবাইল ফোন নম্বর নেয়া হয়েছে, সেখানে পাঠানো হচ্ছে ফল।

এবার এমবিবিএস ও বিডিএস কোর্সে ৮৭ হাজার ৭৮৪ জন ভর্তি পরীক্ষার্থীর মধ্যে ভর্তির যোগ্য কতজনকে পাওয়া গেছে, তখনই তা জানা যাবে।
যোগ্য পরীক্ষার্থীদের মধ্যে শেষ পর্যন্ত ১১ হাজার ৯৯ জন দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে চিকিৎসা শাস্ত্রে লেখাপড়ার সুযোগ পাবেন।গত শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ২৩টি কেন্দ্রে এই সমন্বিত ভর্তি পরীক্ষা চলে।

দেশে সরকারি মেডিকেল কলেজ ৩০টি, ডেন্টাল কলেজের সংখ্যা নয়টি। এর বিপরীতে বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৬৫টি ও ডেন্টাল কলেজের সংখ্যা ৩৩টি। বেসরকারি মেডিকেল ও ডেন্টালে সাত হাজার ৩৫৫টি আসনের বিপরীতে সরকারি মেডিকেলের আসন সংখ্যা তিন হাজার ৭৪৪টি।