মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়েছেন সাকা-মুজাহিদ-রিভিউ শুনানি ১৭ নভেম্বর
হাইকোর্ট রিপোর্টার : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের চূড়ান্ত রায়ের বিরুদ্ধে করা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি হবে আগামী ১৭ নভেম্বর।সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন।
সোমবার আপিল বিভাগে তাদের রিভিউ শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মুজাহিদের পক্ষে তার আইনজীবী চার সপ্তাহের সময় চেয়ে আবেদন করলে আদালত আগামী ১৭ নভেম্বর শুনানির দিন ধার্য করেন। এদিকে নিজের পক্ষে ৫ পাকিস্তানিসহ মোট ৮ জন সাফাই সাক্ষীকে সমন জারির জন্য সাকা চৌধুরীর করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। তার করা রিভিউ আবেদনের শুনানির জন্যও ১৭ নভেম্বর দিন ধার্য করেন আদালত।সোমবার আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুই আসামির পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন।
গত ১৪ অক্টোবর আপিল বিভাগে পৃথকভাবে রিভিউ আবেদন করেন বিএনপি নেতা সাকা চৌধুরী ও জামায়াত নেতা মুজাহিদ । পরদিন আবেদন দুটির দ্রুত শুনানির দিন ধার্যের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। ২০ অক্টোবর রিভিউ শুনানির দিন ২ নভেম্বর ধার্য করেছিলেন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার আদালত। সে অনুযায়ী সোমবার শুনানি হওয়ার কথা ছিল।
৩৮ পৃষ্ঠার রিভিউ আবেদনে ৩২টি যুক্তি দেখিয়ে অভিযোগ থেকে অব্যাহতি ও মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়েছেন মুজাহিদ। রিভিউয়ের পেপারবুক দাখিল করা হয়েছে তিন শতাধিক পৃষ্ঠার। অন্যদিকে, সাকা চৌধুরীর মোট ১০৮ পৃষ্ঠার রিভিউ আবেদনে ১০টি যুক্তি দেখিয়ে অভিযোগ থেকে অব্যাহতি ও মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। পরদিন তাদের আপিল বিভাগের রায় অবহিত করে কারাগার কর্তৃপক্ষ। একইসঙ্গে পড়ে শোনানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা তাদের মৃত্যু পরোয়ানা।