• বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪

মিশর আওয়ামী লীগ সাধারন সম্পাদক সুলতান আফসার আলীর মায়ের ইন্তেকাল


প্রকাশিত: ৮:১০ পিএম, ৩ ফেব্রুয়ারি ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৪৬ বার

মিশর থেকে ইউ.এইচ.খান   :  মিশরে নব গঠিত আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাংলাদেশ

 সুলতান আফসার আলীর মা সুফিয়া বেগম (৭৫)
সুলতান আফসার আলীর মা সুফিয়া বেগম (৭৫)

দূতাবাসের অনারারী কনসাল এবং বিশিষ্ট শিল্পপতি ও তৈরি পোশাক ব্যাবসায়ী সুলতান আফসার আলীর মা সুফিয়া বেগম বাংলাদেশ সময় ২/২/২০১৭ ইং তারিখ  দুপুর ৩ ঘটিকায় নওগাঁর মহাদেবপুরের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী…রাজীউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মরহুমা সুফিয়া বেগম তাঁর স্বামী আফসার আলী মন্ডল, সাত মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।

এদিকে সুলতান আফসার আলী’র  মায়ের ইন্তেকালে মিশরে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত শফিকুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। প্রেরিত এক শোকবার্তায় তিনি সুলতান আফসার আলী সহ তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মরহুমার জন্যে আল্লাহর কাছে বিদেশী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদাউস কামনা করেছেন।

পৃথক এক শোকবাণীতে মিশর আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি ফখরুল ইসলাম মরহুমার স্বজনদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেয়ার জন্যে আল্লাহ পাকের কাছে দোয়া প্রার্থণা করেছেন।

এদিকে সুলতান আফসার আলীর মায়ের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় আগামী ১০/২/২০১৭ ইং তারিখে বাদ জুমা মিশরের আলেকজান্দ্রিয়ার অকটোবার এলাকাতে নবগঠিত আওয়ামী লীগের ক্রীড়া ও সাংকৃতিক সম্পাদক আব্দুল হক চুন্নু এর বাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মিলাদ মাহফিলের অনুষ্ঠানে মিশরের সকল প্রবাসী বাংলাদেশীদের অংশ গ্রহণের জন্যে বিশেষ ভাবে আমন্ত্রন জানানো হয়েছে।