• শনিবার , ৯ নভেম্বর ২০২৪

মালদ্বীপে অবৈধ সন্তান-পাথর মেরে হত্যার রায়


প্রকাশিত: ২:৩৮ পিএম, ১৯ অক্টোবর ১৫ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৭২ বার

বিসিসি উর্দু অবলম্বনে প্রিয়া রহমান:   মালদ্বীপে এক নারী বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়াড পাথর নিক্ষেপ করে হত্যার রায় দিয়েছে দেশটিা বিচারিক আদালত।সোমবার বিবিসি উর্দুর অনলাইন সংস্করণ জানায়love-baby-www.jatirkhantha.com.bd, রায়টির বিরুদ্ধে আপিল করা হবে। কারণ, রায়টি অবৈধ।মালদ্বীপের আধুনিক ইতিহাসে এ ধরণের রায়ের কোনো দৃষ্টান্ত নেই।

তবে সম্প্রতি দেশটিতে সৌন্দর্য উপভোগ ছাড়া জীবন-যাপন কঠিন হয়ে পড়েছে। এর আগে দেশটিতে বেত্রাঘাতেরও শাস্তি দেওয়া হয়েছিল।পাথর মেরে হত্যার রায়টি নিয়ে সামাজিক যোগাযোগ সাইটে চলছে তুমুল সমালোচনা।মালদ্বীপে গত কয়েক যোগ থেকেই সৌদি ও ইসলামি শরিয়া নীতিতে আইন প্রণয়ন হচ্ছে এবং ইসলামি আইনকে আরও কঠোর করা হচ্ছে।