• শুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪

এবার স্পেন জয়ের টার্গেট আইএস’র!


প্রকাশিত: ৩:২৫ পিএম, ১৮ আগস্ট ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৪৬ বার

স্পেন প্রতিনিধি   :  এবার স্পেন জয় করতে আইএস! বার্সেলোনায় হামলার অনেক আগে থেকেই স্পেনের বিরুদ্ধে প্রোপাগান্ডা যুদ্ধে bbbনামে ইসলামিক স্টেটের জঙ্গিরা। এর মধ্যে মূল প্রোপাগান্ডা হচ্ছে খ্রিস্টানদের কাছে হেরে গিয়ে স্পেন হাতছাড়া হয়ে যাওয়ার পরেও তা এখনও ইসলামের রাজত্বের অংশ বলে প্রচার করা। আইএস দাবি করছে, ‘ইসলামের আইন স্পেনে ইসলামকে পূর্ণ বাস্তবায়ন করে মুসলিম শাসন প্রতিষ্ঠার নির্দেশনা দেয়।’

সাম্প্রতিক মাসগুলোতে অন্য জিহাদি গ্রুপকে সঙ্গে নিয়ে ‘ভিডিও ও ডকুমেন্ট’ তৈরি করছে আইএস। এর মাধ্যমে পুনরায় স্পেন বিজয় করার আহ্বানও জানানো হয়।

সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে দেশটির বার্সেলোনা শহরে ট্রাক হামলায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। এর কয়েক ঘণ্টা পরেই বার্সেলোনার পাশের শহর ক্যামব্রিলসেও ভ্যান চালিয়ে হামলার চেষ্টা করা হয়। তবে সেখানকার পুলিশ এই হামলা প্রতিরোধ করতে সক্ষম হয়। এসময় পুলিশের গুলিতে ৫ হামলাকারী নিহত হয়।

ইসলামিক স্টেটের ওই ডকুমেন্টে দাবি করা হয়, ‘১৪৭৮ সালে স্পেনের রাজত্ব শুরু হওয়ার পর থেকে কোরআনকে মুছে দিতে স্প্যানিশ খ্রিস্টানরা সবরকম চেষ্টা করেছে। এছাড়া স্প্যানিশরা মুসলমানদের অনেক নির্যাতন করেছে এমনকি জীবন্ত পুড়িয়ে মেরেছে।’ তাই স্পেনকে একটি অপরাধী রাষ্ট্র হিসেবে অভিহিত করেছে তারা।

স্পেন তাদের জমি জবরদখল করে রেখেছে বলেও দাবি করা হয়। তাই স্পেনের বিরুদ্ধে জিহাদ করতে এয়ারলাইন ও ট্রেন চলাচলের পথে দৃষ্টি রাখতে আহ্বান জানানো হয়। খাবার ও পানীয়তে কীটনাশক মিশিয়ে দিয়ে বিষাক্ত করে দিতে বলা হয়।

লাস নাভাস দে তলোসার যুদ্ধের পর থেকে বর্তমান সময় পর্যন্ত মুসলিমদের উপর স্প্যানিশ খ্রিস্টানদের অত্যাচার ও নির্যাতনের বর্ণনা দিয়ে সম্প্রতি একটি তালিকা প্রকাশ করেছে আইএস। ১২১২ সালের ১৬ জুলাই লাস নাভাস দে তলোসার যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে কাস্টাইল রাজা আলফনসো অষ্টমের খ্রিস্টান সৈন্যরা আইবেরিয়ান উপকূলের মুসলিম শাসক আলমোহাদের অনুসারি শাসকদের নাস্তানাবুদ অবস্থা করেছিল। এই যুদ্ধে প্রায় এক লাখ মুসলমান প্রাণ হারায়।

এই বিজয় ক্যাথলিক স্বৈরশাসকদের স্পেন ‘পুনর্দখল’ করে নিতে সাহায্য করে। একে স্প্যানিশ ভাষায় ‘রিকনকুইস্টা’ বলা হয়। এর আগে ৭১১ থেকে ১৪৯২ সাল পর্যন্ত পর্তুগাল ও ফ্রান্স ছিল মুসলিম মূর শাসকদের দখলে। তখন শাসকরা স্পেনের এই অংশের আরবি নামকরণ করেন। নাম রাখা হয় ‘আল-আন্দালুস।’

২০১৬ সালের ৭ জানুয়ারি এক ভিডিও বার্তায় আইএসের পক্ষ থেকে বলা হয় যে, ‘স্পেন আমাদের পূর্বপুরুষদের ভূমি এবং আমরা আল্লাহর ইচ্ছায় এটিকে আবারও জয় করে নেবো।’

ওই বছরের ৩১ জানুয়ারি এক ভিডিও বার্তায় আইএস বলে, ‘আল্লাহর ইচ্ছায় আমরা আবারও আল-আন্দালুস জয় করবো। ওহে প্রিয় আন্দালুস, তুমি ভেবেছিলে আমরা তোমাকে ভুলে গেছি। আমরা আল্লাহর নামে শপথ করে বলছি, তুমি সব সময়ই আমাদের মনের ভেতরে ছিলে। করদোবা, তলেদো বা জাতিভার কথা কোন মুসলিমই ভুলে যেতে পারে না। আল-আন্দালুজে ফিরে যেতে অনেক বিশ্বাসী ও প্রত্যয়ী মুসলমানরা প্রতিজ্ঞাবদ্ধ।’

একই বছর ৩০ মে প্রকাশিত জঙ্গি সংগঠনটির একটি ডকুমেন্টারিতে বলা হয়, ‘মুসলমানদের ভূমিতে মুসলিম শাসন ফিরিয়ে আনতে আমরা সব স্প্যানিশ নাস্তিকদেরকে হত্যা করবো, স্পেন শহরে বসবাসকারী কেউই আমাদের হাত থেকে রক্ষা পাবে না, আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাবো।’