• বৃহস্পতিবার , ১৬ মে ২০২৪

‘সন্ত্রাসের জন্য দায়ী পর্নোগ্রাফি সংস্কৃতি-মাদরাসা শিক্ষা নয়’


প্রকাশিত: ৪:৩৯ পিএম, ১৪ জুলাই ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৬৯ বার

স্টাফ রিপোর্টার  ;  দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির জন্য ধর্মভিত্তিক রাজনীতি ও মাদরাসা শিক্ষা দায়ী নয় 1বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ইসলামী ঐক্যজোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

লিখিত বক্তব্যে বলেন, ‘গুলশানের হলি আর্টিসান রেস্তোঁরা ও পবিত্র ঈদুল ফিতরের দিন শোলাকিয়া ঈদগাহের কাছে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় দেশবাসীর সাথে আমরাও স্তম্ভিত। এ ধরনের কাপুরুষোচিত ও বর্বরোচিত  হামলা পবিত্র ইসলামসহ সকল আদর্শ ও ন্যায়নীতির পরিপন্থী।’

ইসলাম সন্ত্রাস নয়, বরং সন্ত্রাস নির্মূলের জন্যেই ইসলামের আগমন ঘটেছে মন্তব্য করে ইসলামী এক্যজোটের চেয়ারম্যান বলেন, ‘সন্ত্রাসের হিংস্র আঘাতে বিশ্বসভ্যতা যখন মুখ থুবড়ে পড়েছিল, মানবতা ও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছিল, এ রকম নাজুক পরিস্থিতিতে আগমন ঘটল দ্বীন ইসলামের।’ যথাযথ ধর্মীয় শিক্ষার অভাবেই শিক্ষার্থীরা বিপথগামী হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘পর্নোগ্রাফি সংস্কৃতি অনুশীলনের প্রভাবে হিতাহিত জ্ঞান লুপ্ত হচ্ছে, যুবকরা বিকারগ্রস্ত হচ্ছে।’

এই ইস্যুতে সরকার এবং ২০ দলীয় জোট নিজস্ব কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে। আপনারা কোন জোটের সাথে আছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জোট চেয়ারম্যান বলেন, ‘সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় ছিল। আমরা এই ইস্যুতে স্বতন্ত্রভাবে কাজ করছি। সব ইসলামী দলের সাথে সমন্বয় করে আমরা একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে চাই।’

তিনি দেশের সকল ইমাম ও খতিবদের প্রতি আগামীকাল শুক্রবার জুমার খুতবাপূর্ব বয়ানে জনমনে সন্ত্রাসবিরোধী চেতনা সৃষ্টির লক্ষ্যে পবিত্র কোরআন-সুন্নাহর আলোকে বয়ান এবং দেশের শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে অনুরোধ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা আব্দুর রশিদ মজুমদার প্রমুখ।