• শুক্রবার , ১৭ মে ২০২৪

মুস্তাফিজ তাসকিনের দাপটে নাকাল অবস্থা নিউজিল্যান্ডের


প্রকাশিত: ৫:৩২ এএম, ২৬ ডিসেম্বর ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৭৩ বার

স্পোর্টস রিপোর্টার  :  মুস্তাফিজ তাসকিনের দাপটে নাকাল অবস্থা নিউজিল্যান্ডের। ইতিমধ্যে দুই mmউইকেট নিয়ে ফেলেছেন মুস্তাফিজ ও তাসকিন।এদিকে হ্যাগলি ওভালের ব্যাটিং উইকেটের কথা চিন্তা করেই মাত্র ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক।

কিন্তু টসের পর বাংলাদেশ অধিনায়কও বলেছেন, যে আবহাওয়া আর ঠান্ডা, টসে জিতলে তিনিও আগে বোলিংই নিতেন। উইকেট ব্যাটসম্যানদের অনুকূলে হলেও কন্ডিশনের ফায়দা নিতে চাইত বাংলাদেশ।

টসে হেরেও যা চেয়েছে তাই পেয়েছে বাংলাদেশ। দলের জন্য আরেকটি সুখবর, আজকের ম্যাচ দিয়েই গত মার্চের পর আবার মাঠে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। নিজের তৃতীয় ও ইনিংসের ষষ্ঠ ওভারে পেসে বিভ্রান্ত করে গাপটিলকে সৌম্যের ক্যাচ বানিয়ে প্রথম আঘাতও হেনেছেন। ১০ ওভার শেষে নিউজিল্যান্ড ১ উইকেটে করেছে ৫১।এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৪৮ রান যোগ করেন টম ল্যাথাম ও অধিনায়ক কেন উইলিয়ামসন।

দলীয় রানে তাসকিনের বল কাট করতে গিয়ে মুশফিকের হাতে ক্যাচ দেন কিউই অধিনায়ক। ৩৬ বলে ৩১ রান করেন উইলিয়ামসন।