• শনিবার , ২৭ এপ্রিল ২০২৪

কুমিল্লার লাঙ্গলকোর্টে ট্রেনের ৮ বগি লাইনচ্যুত


প্রকাশিত: ৫:২৯ পিএম, ১৭ মার্চ ২৪ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২৩ বার

 

 

কুমিল্লা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ২০/২৫ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা দৈনিক সত্যকথা প্রতিদিন কে জানিয়েছেন। রোববার (১৭ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ট্রেনের ইঞ্জিনের সঙ্গে থাকা লক ভেঙে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে ট্রেনের বগিগুলো ঢাকা-চট্টগ্রাম রেলপথের উভয় লাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকায় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-জামালপুর রোডে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।এ ছাড়া ঢাকা ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজারগামী ট্রেন একপাশ দিয়ে চলাচল করছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট রেলের স্টেশন মাস্টার জামাল হোসেন।নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী দৈনিক সত্যকথা প্রতিদিন কে বলেছেন, ট্রেন দুর্ঘটনায় ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন এবং স্থানীয় বিভিন্ন হাসপাতালে ৫ জন প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। এ দুর্ঘটনায় কেউ তেমন গুরুতর আহত হননি বলেও জানান তিনি।