• শুক্রবার , ১৭ মে ২০২৪

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জঙ্গির চাষবাস সম্পৃক্ততা তদন্তে ইউজিসি


প্রকাশিত: ৩:০১ পিএম, ১৪ জুলাই ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৫৮ বার

স্টাফ রিপোর্টার   :  নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জঙ্গির চাষবাস সম্পৃক্ততা তদন্তে নেমেছে ইউজিসি। 1রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বড় ধরনের সন্ত্রাসী হামলায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর সম্পৃক্ততার অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাসে গেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত দল। বৃহস্পতিবার দুপুরে তদন্ত দল ওই ক্যাম্পাসে যায় বলে ইউজিসির অতিরিক্তি পরিচালক (জনসংযোগ) মো. ওমর ফারুখ জাতিরকন্ঠকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, তদন্ত দলের প্রধান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম। ওমর ফারুখ জানান, জঙ্গি কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের জড়িয়ে পড়ার বিভিন্ন তথ্য উঠে আসার পরিপ্রেক্ষিতে ইউজিসির তদন্ত দল সেখানে গেছেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জাতিরকন্ঠকে জানায়, একটি গোয়েন্দা সংস্থার দেয়া প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৪০ জন ছাত্রের তথ্য চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি। ইউজিসির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় তালিকাটি পাঠায়। এসব শিক্ষার্থীর বিষয়ে বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।