• শুক্রবার , ১৭ মে ২০২৪

ধর্ষণ গুম খুন আল্লাহর আযাব: হযরত সৈয়দ হুমায়ূন কবীর


প্রকাশিত: ৮:৫৭ পিএম, ১১ অক্টোবর ২০ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪৯৩ বার

ডেস্ক রিপোর্টার : ইসলামী সমাজ এর আমীর হযরত সৈয়দ হুমায়ূন কবীর দেশে চলমান নৈরাজ্যময় পরিস্থিতিতে উদ্বেগ ও দুঃখ প্রকাশ করে বলেছেন, মানব রচিত ব্যবস্থায় নতুন নতুন আইন তৈরি করে এসব সমস্যার সমাধান কখনো হয়নি, হবেও না। আজ ইসলামী সমাজের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।আমীর বলেন, কুফর, শিরক প্রতিষ্ঠিত থাকলে আল্লাহর আযাব-গজব এবং অশান্তির মাত্রা বৃদ্ধি পায়। ধর্ষণ, গুম ও খুন আল্লাহর আযাব-গজবেরই অংশ। এভাবে চলতে থাকলে দেশ ও জাতি ধ্বংশ হয়ে যাবে।

তিনি বলেন, দেশ ও জাতির এ নাজুক পরিস্থিতিতে কোন ঈমানদার ও মানবতাবাদী ব্যাক্তি নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারেনা, তাই তিনি সকল জাতীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং দেশবাসী সকলকে একমাত্র আল্লাহর পথে আসতে হবে। সকল প্রকার সীমালংঘন মূলক অপতৎপরতা ত্যাগ করে কল্যাণ ও শান্তির পথে আসতে হবে এবং সকল মানুষের কল্যাণে কাজ করতে হবে।