• শুক্রবার , ১৭ মে ২০২৪

কুমিল্লার কপাল কি ফিরবে?মাশরাফিদের হ্যাটট্রিক জয়


প্রকাশিত: ৬:১৬ পিএম, ২ ডিসেম্বর ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৬৮ বার

স্পোর্টস রিপোর্টার  :  ১১ খেলায় ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে থাকা কুমিল্লার কপাল কি ফিরবে? আজ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার qঅলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক জয়ের স্বাদ পেলো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবার টুর্নামেন্টের ৩৬তম ম্যাচে খুলনা টাইটান্সকে ৫ উইকেটে হারিয়েছে কুমিল্লা।এই জয়ে ১১ খেলায় ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এলো কুমিল্লা। আর ১১ খেলায় ১২ পয়েন্ট সংগ্রহে নিয়ে টেবিলের তৃতীয় স্থানেই থাকলো খুলনা। লিগ পর্বে আর একটি করে খেলা রয়েছে দু’দলের।

জয়ের জন্য ১৪২ রানের টার্গেটটি সহজই ছিলো কুমিল্লার সামনে। কিন্তু শুরুতেই পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদকে হারিয়ে ধাক্কা খায় বর্তমান চ্যাম্পিয়নরা। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন শেহজাদ। তবে ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলসের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত ৮ বল বাকী রেখেই জয় 2নিয়ে মাঠ ছাড়ে কুমিল্লা। ৮টি চারের সহায়তায় ৫৭ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন স্যামুয়েলস।

দলের জয়ে ছোট ছোট ইনিংস খেলে সঙ্গ দিয়েছেন ইমরুল কায়েস, অধিনায়ক মাশরাফি ও উইকেটরক্ষক লিটন কুমার দাস। ইমরুল ২০ বলে ২০, মাশরাফি ৩ ছক্কায় ১১ বলে ২০ ও লিটন ৫টি চারে ১১ বলে ২৪ রানে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা হয়েছেন স্যামুয়েলস।

এর আগে, মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস জিতে খুলনাকে প্রথমে ব্যাটিং-এ আমন্ত্রন জানান কুমিল্লার অধিনায়ক মাশরাফি। দলপতির বোলিং তোপে বড় স্কোরের পথ হারিয়ে ফেলে খুলনা। তারপরও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত ৪০ ও হাসানুজ্জামানের ২৯ রানের কল্যাণে ৬ উইকেটে ১৪১ রানের সংগ্রহ পায় খুলনা। মাশরাফি ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন।