• শনিবার , ৪ মে ২০২৪

এনএসআইয়ের পরিচালক হলেন র‌্যাবের কর্নেল জিয়া


প্রকাশিত: ১:১৩ পিএম, ২৮ এপ্রিল ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৫৯ বার

 

স্টাফ রিপোর্টার : র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল জিয়াউল আহসান রাষ্ট্রীয় 1গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। তাকে কর্নেল পদ থেতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেখানে নিযুক্ত করা হয়। র‌্যাবের নতুন এডিজি নিযুক্ত করা হয়েছে কর্নেল আনোয়ার লতিফ খানকে। এর আগে তিনি সিরাজগঞ্জের র‌্যাব-১১ এর অধিনায়ক ছিলেন।

বৃহস্পতিবার সকালে জিয়াউল আহসান এনএসআইয়ের দায়িত্ব গ্রহণ করেন। উল্লেখ্য, ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান এখন পর্যন্ত সর্বোচ্চ সময় অবস্থানকারী কর্মকর্তা। ২০০৯ সালে তিনি র‌্যাব ২-এ উপ অধিনায়ক হিসেবে যোগদান করেন।

২০১০ সালে মেজর পদ থেকে লে. কর্নেল পদে পদোন্নতি পেয়ে র‌্যাব সদর দফতরে গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে নিযুক্ত হন। ২০১৩ তে তিনি কর্নেল পদে পদোন্নতি পেয়ে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিযুক্ত হন। গত বছরের সেপ্টেম্বরে তিনি কর্নেল পদ থেকে ব্রিগেডিয়ার পদে পদোন্নতি পান।