• শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪

রাঙ্গামাটি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মাশরাফির গাড়ি


প্রকাশিত: ১:৩৫ পিএম, ১৭ এপ্রিল ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৬৫ বার

22

স্পোর্টস রিপোর্টার :  বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও তার পরিবারের সদস্যদের বহনকারী গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে।তবে এ ঘটনায় তাদের কারও তেমন কোনো ক্ষতি হয়নি। গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার সকালে বিষয়টি মাশরাফি নিজেই সাংবাদিকদের জানিয়েছেন।

ঢাকা প্রিমিয়ার লীগে বিকেএসপির চার নম্বর মাঠে শেখ জামালের বিপক্ষে খেলতে নামার সময় তিনি সাংবাদিকদের এ দুর্ঘটনার কথা বলেন।মাশরাফি জানান, পহেলা বৈশাখের ছুটিতে স্ত্রী, কন্যা ও পুত্রকে নিয়ে নিজ গাড়িতেই রাঙামাটি গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে একটি মোটরসাইকেল তার গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
11
এতে মাশরাফির নিজের ও তার পরিবারের কারও কোনো সমস্যা হয়নি। সামান্য আঘাত লেগেছে।তবে গাড়ির পেছনের দিকে লাইট ভেঙে গেছে, বডিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান মাশরাফি।