• বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪

তিন দফা পেছানোর পর একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদনের ফল প্রকাশ


প্রকাশিত: ৩:৩৭ এএম, ২৯ জুন ১৫ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৪৪ বার

admission reselt-www.jatirkhantha.com.bdএস রহমান.ঢাকা: তিন দফা পেছানোর পর অবশেষে প্রকাশ করা হলো ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদনের ফল।
রোববার রাতে শিক্ষাবোর্ড নির্ধারিত http://www.xiclassadmission.gov.bd/ ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশের পর থেকে, শিক্ষার্থীরা ইউজার ও পাসওয়ার্ড দিয়ে তাদের জন্য মনোনীত কলেজের নাম দেখতে পারছেন। ফল প্রকাশের পর ২৯ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ভর্তির কার্যক্রম চলবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব। এছাড়া ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে বলেও জানান তিনি।

এর আগে, ফল প্রকাশের ঘোষণা দিয়েও তিন দফায় তারিখ পেছায় শিক্ষা বোর্ড। প্রথমে, গত ২৫ ও ২৬ জুন ফল ঘোষণার কথা জানানো হয়। কিন্তু কারিগরি সমস্যায় তা পিছিয়ে শনিবার সকাল ৮টায় সময় দেয়া হয়েছিল।

কিন্তু, একই কারণে রোববার রাত সাড়ে ১১টায় একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদনের ফল প্রকাশের ঘোষণা দেয়া হয়।

শিক্ষা সচিব নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘প্রথম দফায় যাদের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে ১০ লাখ ৯৩ হাজার ৩৭৪ জন মনোনীত করা হয়েছে।’

তিনি আরো বলেন, প্রথম মেধা তালিকা প্রকাশের পর দ্বিতীয় মেধা তালিকা এবং যারা আবেদনের সুযোগ পায়নি তারাও আবেদনের সুযোগ পাবে। (মোট ৬২ হাজার ৮৫০ জন পাবে।)