• বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪

টেস্টে আশার আলো-দিন শেষে টাইগারদের সংগ্রহ ১৫৬


প্রকাশিত: ৩:১৬ পিএম, ১২ জানুয়ারী ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১২২ বার

স্পোর্টস রিপোর্টার  :  নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে তামিম ইকবাল ও qqমুমিনুল হকের হাফসেঞ্চুরিতে ১৫৪ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। ১৪৫ রানে তিন উইকেট হারানোর পর সাকিব আল হাসানকে নিয়ে বাকিটা সময় উইকেটে কাটিয়ে দেন মুমিনুল (৬৪)।

এদিন, টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ১৬ রানে ফিরে যান ওপেনার ইমরুল কায়েস। এরপর মুমিনুলকে নিয়ে কিউই বোলারদের ওপর তাণ্ডব চালান তামিম। তবে অর্ধশতকের পরও ফিরে যান টাইগার এই ড্যাশিং ওপেনার। দলীয় ৬০ এবং ৫০ বলে ব্যক্তিগত ৫৪ রানে ফিরে যাওয়ার পর দলের হাল ধরের মুমিনুল ও মাহমুদুল্লাহ রিয়াদ। দু’জনে বেশ সাবলীল ব্যাটিংয়ে মোকাবেলা করতে থাকেন কিউই বোলারদের। তবে ২৯তম ওভারে বৃষ্টি বাধা থামিয়ে দেয় ইনিংসের গতি।

খেলা আবার মাঠে গড়ালে ৩৭ ওভারে ২৬ রান করে বিদায় নেন রিয়াদ। এরপর ৪১তম ওভারে আলো স্বল্পতা দেখা দেয়। পরে মাঠের আম্পায়ার মারাইস এরাসমাস ও পল রেইফেল প্রথম দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন।