• শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪

অফফর্মে ধারাবাহিকতা সৌম্য সরকার-বিদায়


প্রকাশিত: ৩:৫২ পিএম, ১৫ জুন ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১২২ বার

ডেস্ক রিপোর্টার :  চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচে ব্যাটিংয়ে নেমে অফফর্মের ধারাবাহিকতা ধরে রেখে বিদায় নিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ভুবনেশ্বর 111কুমারের অফ স্ট্যাম্পের বাইরের একটি বল খেলতে গিয়ে প্লেড অন হয়ে শূন্য রানে সাজঘরে ফিরে যান সৌম্য।

 এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ ওভারে ১ উইকেট হারিয়ে ১১ রান। ক্রিজে অপরাজিত আছেন তামিম ইকবাল (৬) ও সাব্বির রহমান (৫)।
এর আগে বার্মিংহামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।  আগের ম্যাচের থেকে এই ম্যাচে দুই দলের একাদশই কোন পরিবর্তন আসেনি।

ভারত দল: বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, যুবরাজ সিং, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

দ্বিতীয় সেমি-ফাইনালে টস হেরে ফিল্ডিং নিয়েছে ভারত। আকাশ ঘন মেঘে ঢাকা। টস জেতার পর স্বাভাবিকভাবেই বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি।

এদিকে আজ সাকিবের সামনে মাইলফলকের হাতছানি। গ্রুপ পর্বে নিউ জিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ের দিনে মাহমুদউল্লাহর সঙ্গে গড়েছিলেন রেকর্ড জুটি। এবার সেমি-ফাইনালের মঞ্চে ব্যক্তিগত এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান।

মাশরাফিদের উপভোগের মন্ত্র

এতবড় মঞ্চে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। সব মিলিয়ে চাপ অপরিসীম। তবে বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে ‘চাপ আবার কী! উপভোগ।’ সতীর্থদের মাঝেও সেই মন্ত্র গেঁথে দেওয়ার চেষ্টা মাশরাফি ও কোচ চন্দিকা হাথুরুসিংহের।

রানে ভরা এজবাস্টনের উইকেট

একদিকে ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইন-আপ, আরেকদিকে রান ফোয়ারার আভাস এজবাস্টনের উইকেটে। ব্যাটিং স্বর্গে চার পেসার দিয়ে প্রতিপক্ষকে আটকানোর পরিকল্পনা মাশরাফি বিন মুর্তজার। জানেন, কঠিন পরীক্ষা, তবে আত্মবিশ্বাসী অধিনায়ক। শেষ পর্যন্ত যাই হোক না কেন, বাংলাদেশ-ভারত ম্যাচটি হয়তো হতে যাচ্ছে বড় রানের লড়াই।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে উঠেই একটা স্বপ্ন পূরণ হয়েছে। হাতছানি এবার নতুন ইতিহাস গড়ার; এজবাস্টনে ভারতকে হারালেই প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠবে বাংলাদেশ দল।