• বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪

খলনায়কের রাজনীতি-তৃণমূল বিএনপি’র নতুন মিশন-শরীফ


প্রকাশিত: ৬:২৮ পিএম, ১৮ জানুয়ারী ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৩৭ বার

বিশেষ প্রতিনিধি  :  অবশেষে খলনায়ক থেকে রাজনীতিক হলেন একসময়ের শক্তিমান অভিনেতা ahmed+sharif-www.jatirkhantha.com.bdআহমেদ শরীফ।তিনি ‘তৃণমূল বিএনপি’ নামে রাজনৈতিক সংগঠনের মহাসচিবের দায়িত্ব পেয়েছেন। ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা এই আহমেদ শরীফকে গত রোববার সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনে ৩১ দলীয় জোট বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্সের (বিএনএ) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। আহমেদ শরীফের মহাসচিব হওয়ার ঘোষণাটি দেন ‘তৃণমূল বিএনপি’র সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা। এর আগে দলের মহাসচিব ছিলেন আবেদ আলী।

এ বিষয়ে আহমেদ শরীফ এনটিভি বলেন, ‘আমার কাছে ভালো লাগছে এমন একটি দায়িত্ব নিয়ে। আমি আসলে এই পদটিই চেয়েছিলাম। হুদা সাহেবসহ দলের সবাই আমার ওপর ভরসা করেছেন, এ কারণে আমি সবার কাছে কৃতজ্ঞ। আপনারা দোয়া করবেন, আমি যেন দেশ ও দশের সেবায় কাজ করতে পারি।’

আহমেদ শরীফ আরো বলেন, ‘রাজনীতি আমার রক্তে মিশে আছে। জিয়াউর রহমানকে আমি চিনতাম, তাঁর সময়ে আমি রাজনীতি করতাম। আশি সাল থেকে উনার সঙ্গে আমি বিএনপিতে যোগ দিই। এর পর থেকেই আমি রাজনীতিতে সক্রিয় ছিলাম। একানব্বই সালে আমাকে এমপি হিসেবে নমিনেশন দেওয়া হয়েছিল। তারপর কোন কারণে তা আবার সরিয়ে নেওয়া হয়। আর হুদা সাহেবের ‘তৃণমূল বিএনপি’তে আমি শুরু থেকেই ছিলাম। এত দিন কাজ করে যাচ্ছিলাম নীরবে।’

আহমেদ শরীফকে মহাসচিব পদ দেওয়া প্রসঙ্গে নাজমুল হুদা বলেন, ‘দলকে আরো শক্তিশালী করতে অভিনেতা আহমেদ শরীফকে মহাসচিব করা হয়েছে। আমাদের আগের মহাসচিব মাওলানা আবেদ আলী, তিনি চট্টগ্রামের মানুষ, এ কারণে ঢাকার সদস্যরা তাঁর সঙ্গে ঠিকমতো যোগাযোগ করতে পারতেন না। শরীফ সাহেব অনেক প্রাণবন্ত একজন মানুষ। আশা করি, তিনি আরো ভালো করবেন।’