• শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪

আইসিসির ওডিআই র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে বাংলাদেশ-৭-এ


প্রকাশিত: ৪:১৭ এএম, ১৬ জুলাই ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৭৬ বার

odi-ranking-www.jatirkhantha.com.bdডেস্ক রিপোর্টার.ঢাকা : টাইগারদের দুর্দান্ত জয়ে যখন রচনা হলো নতুন এক ক্রিকেট ইতিহাস, তখন আইসিসি র‍্যাঙ্কিং সমীকরণেও এলো পরিবর্তন। ওডিআই র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে বাংলাদেশ উঠে এসেছে ৭-এ। বর্তমানে ২৯ ম্যাচে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯১।

ওডিআই র‍্যাঙ্কিংয়ে ২ নম্বরে থাকা ভারতের বিপক্ষে মাঠে নামার আগে এতোটা হয়তো ভাবেননি মাশরাফিরা। তবে খুব সহজেই ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সম্ভাবনা আরও দৃঢ় করলো টাইগাররা।

হোয়াইটওয়াশ করে পাকিস্তানকে আগেই পেছনে ফেলেছিল বাংলাদেশ। আর এবার ৩৫ ম্যাচে ৮৮ রেটিং পয়েন্ট সংগ্রহ করা ওয়েস্ট ইন্ডিজকে টপকে গেলো হাথুরুসিংহের শীষ্যরা।

তবে ৪৬ ম্যাচে ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে ভারত আছে আগের জায়গাতেই। আর ১১৪ রেটিং নিয়ে নিউজিল্যান্ড ও ১১২ রেটিং নিয়ে দক্ষিণ আফ্রিকা টিম ইন্ডিয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তবে ১২৯ রেটিং নিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া শীর্ষস্থান অটুট রেখেছে। এছাড়া, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড আছে যথাক্রমে র‍্যাঙ্কিংয়ের পঞ্চম ও ষষ্ঠ স্থানে।