• শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪

আইসিসির আচরনে সারা বিশ্বের সি-সি-তাসকিন বিশ্ব ক্রিকেটের সম্পদ- শোয়েব


প্রকাশিত: ১০:৫১ পিএম, ২১ মার্চ ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৫০ বার

বিশেষ প্রতিবেদক  :  তাসকিন নিয়ে আইসিসির আTaskin-Shoib-www.jatirkhantha.com.bdচরনে সারা বিশ্বের সি-সি-পড়েছে। এরই মাঝে তাসকিন  বিশ্ব ক্রিকেটের সম্পদ বলে জানালেন স্পিড স্টার শোয়েব আক্তার।

তাসকিনকে নিষিদ্ধ করা নিয়ে সারাবিশ্বেই বইছে সমালোচনার ঝড়। তাসকিন আহমেদ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়াটা বাংলাদেশের জন্য দুঃসংবাদ।

সোমবার এক টুইটবার্তায় এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘তাসকিনের জন্য সত্যিই খুব খারাপ লাগছে। আশা করি ও দ্রুত আইসিসি থেকে ছাড়পত্র পেয়ে যাবে।

কারণ ও ক্রিকেট-বিশ্বের জন্যই বড় সম্পদ।’ধারাভাষ্যকার হিসেবে কাজ করতে শোয়েব এখন ভারতে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এর আগে ছিলেন এশিয়া কাপেও। সে সময় তাসকিনকে কাছে ডেকে নিয়ে নিজের মুগ্ধতার কথা বলেছিলেন।

নিজের অভিজ্ঞতার ঝুলি থেকে বেশ কিছু টিপসও দিয়েছিলেন।এর আগে ইয়ান চ্যাপেল বলেছিলেন তাসকিন ও সানির নিষেধাজ্ঞা অযৌক্তিক।