• শুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪

হাথুরু’র বেঈমানী’র বদলা নিচ্ছে সাকিব’রা


প্রকাশিত: ১:৩৮ পিএম, ২০ জানুয়ারী ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৫৩ বার

স্পোর্টস রিপোর্টার :  হাথুরু চেয়ে চেয়ে দেখছে টাইগারদের উন্নতি-তবে বলার সাহস নেই তাঁর ; কারণ তিনি নিজেই জানেন-বেঈমানদের ভীত খুব দুর্বল হয়। তাই একের পর এক sakib-masrafi.jatirkhantha.com_.bd_.j1টাইগারদের উন্নতি তিনি নিজের চোখে দেখে লজ্জা পাচ্ছেন। টুর্নামেন্ট শুরুর আগে হাথুরুসিংহের প্রসঙ্গ প্রশ্ন উঠলে সাকিব বলেন,  সদ্য সাবেক কোচ প্রতিপক্ষ শিবিরে থাকার এর প্রভাব বাংলাদেশের ড্রেসিং রুমের পরিবেশ বদলে গেছে।

হাথুরুসিংহে শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়ার পর প্রথম দেখায় বাংলাদেশ জিতেছে ১৬৩ রানের রেকর্ড ব্যবধানে। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে জয়ের মূল নায়ক সাকিব। ম্যাচ শেষে বললেন, এখন বাড়তি সুবিধা পাচ্ছে দল।একটু তো ভিন্ন হবেই সবকিছু। আমাদের পরিকল্পনা যারা এখন করেন, তাদের চিন্তা ভাবনায় পরিবর্তন এসেছে। যেহেতু আমাদের কোচের পরিবর্তন এসেছে। তার নতুন কিছু চিন্তা-ভাবনা থাকবে।

“আমি বলব না আগে, আমরা স্বাধীনভাবে খেলতে পারতাম না। তবে এখন আমরা স্বাধীনভাবে খেলার পাশাপাশি সিদ্ধান্তও নিতে পারি। তাই আমাদের মনে হয়, আমাদের কাছে দলের ভেতর সবার সম্পৃক্ত থাকার জন্য এটা একটা সুবিধা। সুজন ভাই আছেন, রিচার্ড (হ্যালসল) আছেন, দুইজনই জানে আমাদের কী দরকার। দুইজনই এগুলোর জোগান দিতে পারছে। আমরাও মাঠে সেসব কাজে লাগাতে পারছি। আর এজন্য অমরা খুব ভালোভাবে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দেখছি।

ত্রিদেশীয় সিরিজে প্রথম থেকেই বাংলাদেশের লক্ষ্য শিরোপা। দুই ম্যাচ বাকি রেখেই ফাইনাল নিশ্চিত করা দলটির নজর এখন কেবল শিরোপার দিকে। সাকিব আল হাসান মনে করছেন, নিজেদের সেরাটা ধরে রাখতে পারলে বাংলাদেশই চ্যাম্পিয়ন হবে।