• শুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪

ভারতের লজ্জা-করুণ আত্মসমর্পণ


প্রকাশিত: ১:২১ এএম, ২৬ ফেব্রুয়ারি ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৭৫ বার

kkস্পোর্টস রিপোর্টার :  দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে এমনিতেই চাপে ছিল ভারতীয় ব্যাটসম্যানরা। কিন্তু কোহলিরা প্রতিরোধ গড়ে তুলতে পারল কই? মাত্র তিন দিনেই শেষ হয়ে গেল পুনে টেস্ট। টানা ১৮টি টেস্টে অপরাজিত থাকার পরে অবশেষে অজি বাহিনীর কাছে হার মানলেন কোহলিরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টেই ৩৩৩ রানে হেরে গেল ভারত।
gggg
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে এমনিতেই চাপে ছিল ভারতীয় ব্যাটসম্যানরা। জিততে গেলে ভারতকে করতে হতো ৪৪১। চা-পানের বিরতিক আগেই কোহলি সহ ছয় ব্যাটসম্যানকে হারিয়ে প্রবল চাপে পড়ে ভারতীয় দল। স্কোরবোর্ডে তখন ৯৯ রানে ৬ উইকেট।

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান করেন চেতেশ্বর পূজারা(৩১)। বাকিরা কেউই অজি বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ কোহলি। ব্যর্থ প্রথম ইনিংসের সর্বোচ্চ রান স্কোরার লোকেশ রাহুলও। যার ফলে দ্বিতীয় ইনিংসে মাত্র ১০৭ রানে গুটিয়ে গেল ভারত।

অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নিয়েছেন ও’কিফি। দু’টি করে উইকেট পেয়েছেন স্টার্ক এবং লিওন।