• বুধবার , ৮ মে ২০২৪

কাল সাপ কেড়ে নিল বাবা-ছেলেকে


প্রকাশিত: ৬:৪৩ পিএম, ২৫ আগস্ট ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৫২২ বার

1কালিগঞ্জ প্রতিনিধি  :  মাত্র দুই দিনের ব্যবধানে সাপের কামড়ে মারা গেছেন বাবা ও ছেলে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের এ ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনায় পর এলাকায় সাপের আতংক বিরাজ করছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়েদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রশান্ত সরকার বলেন, ‘সোমবার রাতে শ্রীকলা গ্রামের চাল ব্যবসায়ী আনার আলি বাড়িতে ঘুমিয়েছিলেন। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। গ্রামের ওঝাদের দিয়ে ঝাড়-ফুঁক করিয়েও কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত মারা যান তিনি।’

এদিকে বাবার মৃত্যু শোক কাটিয়ে উঠতে না উঠতেই সাপের কামড়ে মৃত্যু হয়েছে তার ছেলে আমিরুল ইসলামের।  সে স্থানীয় শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।বৃহস্পতিবার সকালে তাকে  দাফন করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম মন্টু জানান, বুধবার রাতে আমিরুল নিজ ঘরে ঘুমিয়েছিল। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। তাকে সুস্থ করতে ওঝা ছাড়াও ডাক্তার নিয়ে আসা হয়। কিন্তু তাকেও আর বাঁচানো সম্ভব হয়নি।