• শুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪

এবার ফেসবুকে রক্তদান প্রক্রিয়া শুরু


প্রকাশিত: ৪:৩৫ পিএম, ২২ জানুয়ারী ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৪৪ বার

স্টাফ রিপোর্টার :  বাংলাদেশে রক্তদানের প্রক্রিয়া সহজ করতে একটি নতুন সেবা চালু করতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। মঙ্গলবার থেকে ফেসবুকের নতুন এই ffffসেবা চালু হবে।আজ রাজধানীর একটি হোটেলে ফেসবুক সাউথ এশিয়ার স্বাস্থ্যবিষয়ক ব্যবস্থাপক হেমা বুদারাজু এ কথা জানান।নতুন এই সেবায় ফেসবুকে রক্তদাতা হিসেবে যেকোনো ফেসবুক ব্যবহারকারী সাইনআপ করতে পারবেন। আর যাঁর রক্তের প্রয়োজন, তিনি জানতে পারবেন তাঁর আশপাশে রক্তদাতা কে আছেন।

হেমা বুদারাজু বলেন, ‘রক্তদানের প্রক্রিয়া সহজ করতেই ফেসবুক বাংলাদেশে এই সেবা চালু করছে। বাংলাদেশ এ ক্ষেত্রে দ্বিতীয় দেশ। এর আগে গত অক্টোবরে ভারতে ফেসবুক এই রক্তদান প্রক্রিয়ার সেবা চালু করেছিল। এই প্রক্রিয়ার সঙ্গে প্রায় ছয় লাখ রক্তদাতা সাইনআপ করেছেন।’এশিয়ার স্বাস্থ্যবিষয়ক ব্যবস্থাপক বলেন, ‘বাংলাদেশে রক্তদাতার স্বল্পতা আছে। এ বিষয়ে সচেতনতারও অভাব আছে। ফেসবুকের এই সেবা মানুষকে সচেতন করার পাশাপাশি রক্ত পাওয়ার বিষয়টি সহজ করবে।’ এ সময় সেখানে ফেসবুকের হেড অব প্রোগ্রামস রিতেশ মেহতাসহ ফেসবুকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।