• শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪

বাস্তুহারা লীগের উত্তরের সভাপতি ফরিদ ধর্ষণের অভিযোগে গ্রেফতার


প্রকাশিত: ২:৩০ এএম, ২৬ জুন ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৪৮ বার

স্টাফ রিপোর্টার:  রাজধানীর উত্তরায় তরুণী ধর্ষণের অভিযোগে বাস্তুহারা লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফরিদ খানকে 22গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উত্তরা পূর্ব থানার ওসি নুরে আযম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জাতিরকন্ঠকে জানান, ধর্ষণের অভিযোগে ফরিদ খানকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, ধর্ষণের অভিযোগে গ্রেফতার ফরিদ খানকে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে উত্তরা পূর্ব থানার এসআই (উপ-পরিদর্শক) হযরত আলী জানান, ফরিদ খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক পরিবার। বিষয়টি আমলে নিয়ে তদন্ত করে সত্যতা নিশ্চিত হওয়ায গ্রেফতার করা হয় ফরিদ খানকে।