• বৃহস্পতিবার , ৯ মে ২০২৪

মাশরাফি’র তোপে ফাইনালে খুলনা


প্রকাশিত: ১০:০৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৩১৬ বার

স্পোর্টস রিপোর্টার : মাশরাফি’র তোপে ফাইনালে গেল খুলনা। এ যেন এলেন দেখলেন জয় করলেন, পেলেন ৫ উইকেট, খুলনা জিতলো ৪৭ রানে। এর ফলাফলে প্রথম দল হিসেবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে উঠল খুলনা ।এ যেন পুরনো সেই মাশরাফিই ফিরে এলো! প্রতিপক্ষের ব্যাটসম্যানদের মনে কাঁপন ধরিয়ে দেওয়া যে মাশরাফি গড়ে দিতেন ব্যবধান। গুরুত্বপূর্ণ সময়ে যিনি আবির্ভূত হতেন ত্রাতা হিসেবে। জেমকন খুলনা আজ (সোমবার) সবই পেলো সাবেক অধিনায়কের কাছ থেকে।

শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে ব্যাটিংয়ের পর বল হাতে দাপট দেখালো মাহমুদউল্লাহরা। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করা গাজী গ্রুপ চট্টগ্রামকে ঘায়েল করলো ‘আসল’ ম্যাচে। এই দলটিকে হারিয়েই ফাইনালে জায়গা করে নিয়েছে খুলনা। জহুরুল ইসলামের ঝড়ো ৮০ রানে ভর দিয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে খুলনা স্কোরে জমা করেছিল ২১০ রান। কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে মাশরাফির দুর্দান্ত বোলিংয়ের সামনে ১৯.৪ ওভারে ১৬৩ রানে অলআউট চট্টগ্রাম।

হারলেও অবশ্য ফাইনালে ওঠার আশা শেষ হয়ে যায়নি চট্টগ্রামের। তাদের আরেকটি সুযোগ আছে। আগামীকাল (মঙ্গলবার) দ্বিতীয় কোয়ালিফায়ারে মোহাম্মদ মিঠুনরা মুখোমুখি হবে এলিমিনেটর জিতে আসা বেক্সিমকো ঢাকার। এই ম্যাচের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে খুলনার।