• শনিবার , ২৭ এপ্রিল ২০২৪

মস্কোতে কনসার্টে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৯৩


প্রকাশিত: ৪:২১ পিএম, ২৩ মার্চ ২৪ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৬ বার


ইন্টারন্যাশনাল ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোতে কনসার্ট হলে মুখোশ পরা বন্দুকধারীদের হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩ জন। রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানিয়েছে। ক্রেমলিনের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে চারজন সরাসরি জড়িত।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়।প্রাথমিক তথ্যের ভিত্তিতে রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত ৯৩ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে তারা। এর আগে নিহতের সংখ্যা ৬০ জন বলে জানানো হয়েছিল।

ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি এ ঘটনায় ১১ জনকে আটক করেছে। সংস্থাটি এমন তথ্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছে। এর মধ্যে চারজন সরাসরি হামলায় জড়িত। অন্য সন্দেহভাজনদেরও আটক করার চেষ্টা চলছে। ক্রেমলিনের বরাতে ইন্টারফ্যাক্স তথ্যগুলো জানিয়েছে।

এ ঘটনাকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।কয়েক দশকের মধ্যে রাশিয়ায় সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি এটি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ, তুরস্ক, যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, কিউবাসহ বিশ্বনেতারা।