• সোমবার , ২৯ এপ্রিল ২০২৪

একুশে টিভির চেয়ারম্যান সালাম গ্রেপ্তার


প্রকাশিত: ১১:৩৯ এএম, ৬ জানুয়ারী ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৯৩ বার

etv-salam-www.jatirkhantha.com.bd

 

 

 

 

 

 

 

স্টাফ রিপোর্টার.ঢাকা:
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান  বলেন, রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় করা একটি মামলায় সালামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
চ্যানেলটির অতিরিক্ত মহাব্যবস্থাপক তারিক তাবিবের ভাষ্য, বাসায় যাওয়ার উদ্দেশে আজ ভোর রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর কারওয়ান বাজারে ইটিভির প্রধান কার্যালয়ের নিচ নামেন সালাম। তিনি তাঁর ব্যক্তিগত গাড়িতে ওঠেন। গাড়িটি ভবনের ফটকের কাছে আসতেই ১০-১২ জন সাদা পোশাকধারী লোক এসে ইটিভির চেয়ারম্যানের পরিচয় জানতে চান। পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর এসব ব্যক্তি সালামকে গাড়ি থেকে নামতে বলেন। এতে অস্বীকৃতি জানান চেয়ারম্যান। পরে তাঁর গাড়ির চালককেও নামতে বলা হয়। অস্বীকৃতি জানালে চালককে জোর করে গাড়ি থেকে নামানো হয়। এরপর গাড়িসহ ইটিভির চেয়ারম্যানকে নিয়ে যান ডিবি পরিচয় দেওয়া ওই ব্যক্তিরা।
তারিক তাবিবের ভাষ্য, ঘটনার পর ইটিভির সাংবাদিকেরা ডিবি কার্যালয়ে যান। কিন্তু ডিবির পক্ষ থেকে তখন এ ব্যাপারে কিছুই নিশ্চিত করা হয়নি।