• বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪

মেট্রোরেলের রুট পরিবর্তন সম্ভব নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী


প্রকাশিত: ৪:৪৭ পিএম, ১৫ জানুয়ারী ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১০৪ বার

obaydul-kader-www.jatirkhantha.com.bdস্টাফ রিপোর্টার:  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী মার্চে মেট্রোরেলের ভৌত অবকাঠামোর নির্মাণ কাজ শুরু হবে। এখন আর কোনোভাবেই মেট্রোরেলের রুট পরিবর্তন সম্ভব নয়।’ শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।উত্তরা উত্তর ফেজ থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম মেট্রোরেলের (এমআরটি-৬) কাজ চলছে। উড়াল সেতুর ওপর দিয়ে এ রেল চলবে।

২০ কিলোমিটার পথে ১৬ টি ভাসমান স্টেশন থাকবে। যার একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় হবে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, মেট্রোরেল হলে শব্দের কারণে শিক্ষার্থীদের পড়াশুনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড ব্যাহত হবে। রাজু ভাস্কর্য অপসারিত হবে। রুট পরিবর্তনের দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীদের একাংশ।

তাদের অহেতুক আন্দোলন না করার পরামর্শ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা  যে অভিযোগ করছেন,তারও ভিত্তি  নেই। গুরুত্বপূর্ণ স্থাপনার পাশ দিয়ে মেট্রোরেল যাওয়ার সময় প্রযুক্তি ব্যবহার করে শব্দহীন থাকবে।  যেসব প্রতিষ্ঠানের পাশ দিয়ে মেট্রোরেলের লাইন যাবে,তাদের সঙ্গে কথা বলেই রুট নির্ধারণ করা হয়েছে।’

মন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয় ও জাতীয় সংসদ ভবন এলাকায় মেট্রোরেল শব্দ নিয়ন্ত্রিত থাকবে। তিনি বলেন, ‘রেল ওপর দিয়ে চলে যাবে, এতে পরিবেশ বিঘ্নিত বা সাংস্কৃতিক কর্মকাণ্ড বিঘ্নিত হওয়ার  সুযোগ  নেই। তিন বছরে অনেক কাঠখড় পুড়িয়ে অ্যালাইনমেন্ট ঠিক করেছি, ডিজাইন ঠিক করেছি। এখন অনেকেই আপত্তি করছেন।

অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই এই অ্যালাইনমেন্ট ঠিক করা হয়েছে।’ মেট্রোরেলে কাজ বিঘ্নিত হলে দেশের ক্ষতি হবে বলে সতর্ক করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মেট্রোরেল বিদেশি অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প। সাড়ে ২২ হাজার কোটি টাকা প্রকল্প ব্যয়ের ১৬ হাজার কোটি টাকা দিচ্ছে জাইকা।’

সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘সড়ক দুর্ঘটনা কোথায় না ঘটেছে। ভারতে ও পাকিস্তানে বাংলাদেশের চেয়ে বেশী দুর্ঘটনা ঘটে। সাম্প্রতিক দুর্ঘটনার জন্য কুয়াশাকে দায়ী করেন মন্ত্রী।তিনি জানান, সাম্প্রতিক জরিপে একমাত্র মালদ্বীপ ছাড়া দক্ষিণ এশিয়ার আর সব দেশেই সড়ক দুর্ঘটনার হার বাংলাদেশের চেয়ে বেশি।

এর আগে ওবায়দুল কাদের ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি মন্দির প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে পরিবার দিবসের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার  মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, স্থানীয় এমপি হাজী মো. সেলিম,নৌ পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায়।