‘মাথা নত করবেন না সাকা চৌধুরী’-কারাফটকে সাকার পরিবার
বিশেষ প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সরকারের কাছে মাথা নত করবেন না বলে জানিয়েছেন তার স্বজনরা। গতকাল কেন্দ্রীয় কারাগারে সাকার স্বজনরা শেষ সাক্ষাত করতে এসে কারাফটকে গেলে তারা সাংবাদিকদের এসব কথা জানান।
বৃহস্পতিবার বেলা ১২টা ২০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসেন সাকা চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও স্ত্রী ফারহাত কাদের চৌধুরীসহ পরিবারের ১৫ সদস্য। বেলা ১২টা ২৬ মিনিটে তারা সাকা চৌধুরীর সঙ্গে দেখা করার জন্য কারাগারে প্রবেশ করেন।
সাকা চৌধুরীর সঙ্গে দেখা করার জন্য আগেই কারা কর্তৃপক্ষের অনুমতি চাওয়া হয় তার পরিবারের পক্ষ থেকে। অনুমতি পাওয়ার পর নারী-পুরুষ, শিশুসহ পরিবারের ১৫ সদস্য সেখানে যান।
সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদন খারিজের রায়ের কপি এখনো কারাগারে পৌঁছেনি। নিয়ম অনুযায়ী এখন সাকা চৌধুরী শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন। সেটি নিষ্পত্তি হয়ে গেলে রাষ্ট্রপতির সিদ্ধান্ত অনুসারে ব্যবস্থা নেবে সরকার।