• বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪

মমতাময়ী মা প্রধানমন্ত্রী যোগ্য ছেলে সোহেলতাজকে যোগ্য আসনে বসান?


প্রকাশিত: ৫:১৪ পিএম, ২৪ জানুয়ারী ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২০৮ বার

s-pm-www.jatirkhantha.com.bdএস রহমান:   মমতাময়ী মা প্রধানমন্ত্রী যোগ্য ছেলে সোহেলতাজকে যোগ্য আসনে বসান? প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তানজিম আহমদ সোহেল তাজ মান-অভিমান ভেঙে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। সঙ্গে ছিলেন দুই বোন সিমিন হোসেন রিমি ও মাহজাবিন আহমদ মিমি।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে সোহেল তাজকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাকে জড়িয়ে ধরেন। তিনি যে একজন মমতাময়ী মা তা আবারও প্রকাশ পেল এই সাক্ষাতে।

shoel taj pm-www.jatirkhantha.com.bdআর সাক্ষাতের ছবিগুলো ফেসবুকে শেয়ার করেছেন তাজউদ্দিন আহমদের ছোট মেয়ে মাহজাবিন আহমদ মিমি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় তাজউদ্দিন আহমদের দুই মেয়ে সিমিন হোসেন রিমি ও মাহজাবিন আহমদ মিমি সেখানে ছিলেন।

Shohel taj-1atirkhantha.com.bdশনিবার রাতে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় প্রধানমন্ত্রী সোহেল তাজকে জড়িয়ে ধরেন। আর প্রধানমন্ত্রীর আন্তরিকতায় অভিভুত সোহেল তাজ আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রধানমন্ত্রী সোহেল তাজসহ তার দুই বোনকে আপ্যায়নও করান।
মাহজাবিন আহমদ মিমি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের এই সাক্ষাতকারের ছবি তার নিজ ফেসবুক পেজে শেয়ার করলে সেখান থেকে ছবিটি শেয়ার করেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।