• বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪

জনগণ সব ক্ষমতার উৎস নয়-রৌমারীতে চরমোনাই পীর


প্রকাশিত: ১:১৬ এএম, ৬ সেপ্টেম্বর ২৪ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৩৫ বার

 

লালমনিরহাট প্রতিনিধি : আব্রাহাম লিংকন প্রব‌র্তিত গণত‌ন্ত্রের মূল কথা হ‌লো, ‘জনগণই সব ক্ষমতার উৎস’। এ কথা আমাদের কেউ য‌দি বিশ্বাস ক‌রি তাহ‌লে আমা‌দের ইমান থাক‌বে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, জনগণ সব ক্ষমতার উৎস হতে পারে না, আল্লাহ তাআলাই সব ক্ষমতার উৎস বলেন চরমোনাই পীর। বৃহস্প‌তিবার (৫ সেপ্টেম্বর) রৌমারী উপজেলার শাপলা চত্বরে আ‌য়ো‌জিত রাজনৈতিক সমাবেশে তি‌নি এ মন্তব‌্য ক‌রেন।

সমা‌বে‌শে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা মো. আ. ছালাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মো. মোজাম্মেল হক আইমানি, ইসলামী আন্দোলন বাংলাদেশের রৌমারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আখতার হোসেনসহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা। সমা‌বে‌শে চর‌মোনাই পীর বাংলা‌দেশ ও দে‌শের মানু‌ষের কল‌্যা‌ণে নিজ দল ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূ‌মিকা তু‌লে ধ‌রেন।

এদিন সকাল ৯টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ইজতেমা। কুড়িগ্রাম মুজাহিদ কমিটি আয়োজিত এ ইজতেমার এবারের আখেরি মোনাজাতে দুই লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নিয়েছেন।ইজতেমা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব গোলজার হোসেন বলেন, এবারই সবচেয়ে বেশি মানুষ আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন। গত বৃহস্পতিবার বাদ জোহর বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। শুক্রবার জুমার নামাজে খুৎবা ও নামাজে ইমামতি করেন চরমোনাই পীরের ছোট ভাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই। নামাজে লাখো মুসল্লি অংশ নেন।

ইজতেমার তিন দিনব্যাপী বয়ানে অংশ নেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজী, মাওলানা আব্দুল আউয়াল, নব মুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজী, মুফতী রেজাউল করীম আবরার, রংপুর বিভাগীয় মুজাহিদ কমিটির জয়নুল আবেদীনসহ অনেকে।শেষ দিনের মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর। এতে দেশ, জাতির শান্তি ও সম্মৃদ্ধি কামনাসহ ইজতেমা ব্যবস্থাপনা কমিটি, আগত মুসল্লি, গণমাধ্যমকর্মী, নিরাপত্তার দায়িত্বে থাকা প্রশাসনের সদস্যসহ বিশ্বের সব মুসলমানের জন্য মাগফিরাত কামনা করা হয়।