• বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪

আলাপ আলোচনার মাধ্যমে সমাধান চান-তাহলে কি চুপসে গেলেন খালেদা জিয়া!


প্রকাশিত: ৫:৩৭ পিএম, ৫ জানুয়ারী ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৯৪ বার

khalada-www.jatirkhantha.com.bd--------------বিশেষ প্রতিবেদক:   রাজধানীর নয়াপল্টন এলাকায় বিএনপির সমাবেশে যোগ দিয়ে চেয়ারপারসন খালেদা জিয়া সরকারকে উদ্দেশে করে বলেছেন, ‘আমরা চাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান। গণতন্ত্রের জন্য এক সঙ্গে কাজ করতে। নেত্রীর এই বক্তব্যের পর আলোচনা ওঠে তাহলে কি একপ্রকার চুপসে গেলেন খালেদা জিয়া!

তিনি সরকারকে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে বলেন, ‘তারা জোর করে ক্ষমতায় আছে, তাই তাদেরই এটা করতে হবে। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আজ মঙ্গলবার অনুষ্ঠিত জনসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ কথা বলেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তি উপলক্ষে বিএনপি এই জনসভার আয়োজন করে। দলটি এই দিনটি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করছে। আজকের জনসভায় খালেদা জিয়া ভবিষ্যতেও এই দিনটি পালনের ঘোষণা দেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশে করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, সঠিক পথে আসুন, গণতন্ত্রের পথে আসুন। তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, এটা না হলে কখন জনগণ জেগে উঠবে তা বলা যায় না।

জনসভায় বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন, বিরোধী দলকে দমনের জন্য সরকার একের পর এক আইন করছে। সংবিধান পরিবর্তন করেছে নিজের স্বার্থে। এই পরিবর্তনে জনগণের ভালোর জন্য কিছু নেই।

তিনি বলেন, কেবল ২০১৪ সালের নির্বাচন নয় ২০০৮ সালে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনও পাতানো নির্বাচন ছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগ তৎ​কালীন সেনা প্রধান মইন ইউ আহমেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে আলোচনা করে করেছিল।

পৌরসভা নির্বাচনের সময় বিএনপির নেতাদের সঙ্গে সাক্ষাৎ​ না করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সমালোচনা করেন। তিনি বলেন, ‘তিনি (সিইসি) কি এমন লাটসাহেব হয়েছেন যে দেখা করতে পারেন না।’ খালেদা জিয়া সিইসিকে অথর্ব ও মেরুদণ্ডহীন বলে উল্লেখ ক​রেন। সিইসির কথা বলারও সাহস নেই বলে মন্তব্য করেন ​তিনি।

বিএনপি চেয়ারপারসন প্রায় এক বছরের বেশি সময় পর জনসভায় ভাষণ দিলেন। এই সময়ের মধ্যে কেবল গত এপ্রিলে ঢাকার দুটি সিটি করপোরেশন নির্বাচনে নিজ দল সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় নেমে কয়েকটি পথসভায় ভাষণ দেন।
দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে জনসভা শুরু হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন।

বিএনপির সমাবেশ উপলক্ষে নয়াপল্টন এলাকায় কর্মীদের ভিড়। ছবিটি বেলা সাড়ে তিনটায় তোলা। ছবি: সাজিদ হোসেন