• শনিবার , ২৭ এপ্রিল ২০২৪

সাকিব-মিরাজে ঘায়েল অস্ট্রেলিয়া!


প্রকাশিত: ৩:৫৭ পিএম, ২৮ আগস্ট ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৩৫ বার

স্পোর্টস রিপোর্টার :  সাকিব-মিরাজ স্পিনে অবশেষে হলো ঘায়েল অস্ট্রেলিয়া। ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের স্পিনে sakib-www.jatirkhantha.com.bdকুপোকাত অস্ট্রেলিয়া। মিরাজ-সাকিব-তাইজুল স্পিন বিষে নিজেদের প্রথম ইনিংসে ২১৭ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। টাইগারদের চেয়ে এখনো ৪৩ রানে পিছিয়ে তারা।

আগের দিনের ৩ উইকেটে ১৮ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তবে শুরুটা মোটেও ভালো হয়নি অজিদের। দলীয় ৩৩ রানে স্টিভ স্মিথকে (৮) বোল্ড করে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ। এতে ভীষণ চাপে পড়ে সফরকারীরা।

পরে পিটার হ্যান্ডসকম্বকে নিয়ে দলের হাল ধরেন ম্যাথু রেনশো। তারা গ্রহণ করে ধীরে চলো নীতি। এক পর্যায়ে বিপর্যয় কাটিয়ে ওঠার ইঙ্গিত দেন। তবে তাদের পথে বাধা হয়ে দাঁড়ান বাংলাদেশ বিশেষজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। দলীয় ১০২ রানে হ্যান্ডসকম্বকে (৩৩) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ফেরার আগে রেনশোর সঙ্গে ৬৯ রানের জুটি গড়েন এ মিডল অর্ডার ব্যাটসম্যান।
sakib-www.jatirkhantha.com.bd.1
দলীয় স্কোরবোর্ডে আর ১৫ রান যোগ হতে শিকড় গেঁড়ে বসা রেনশোকে ফিরিয়ে অজিদের লাগাম টেনে ধরেন সাকিব। ফেরার আগে ৯৪ বলে ৫ চারে ৪৫ রানের লড়াকু ইনিংস খেলেন এ ওপেনার। এতে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ১২৩ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে ধুঁকতে লাঞ্চে যায় অস্ট্রেলিয়া।

লাঞ্চ থেকে ফিরেই মিরাজের বলে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফেরেন ম্যাথু ওয়েড (৫)। তিনি ফিরে গেলে একেবারে পাঁকে পড়ে অজিরা। সেই পাঁকে আরো ডুবিয়ে সাকিবের হিংস্র ডেলিভেরিতে খেই হারিয়ে মুশফিকের স্টাম্পিংয়ের শিকার হয়ে ফেরেন ম্যাক্সওয়েল (২৩)।

শেষ স্বীকৃত ব্যাটসম্যান ফিরে গেলে দ্রুত সফরকারীদের অলআউট করার স্বপ্ন দেখে বাংলাদেশ। তবে তা ভেস্তে দেন অ্যাস্টন অ্যাগার ও প্যাট কামিন্স। এরই মধ্যে ৪৯ রানের জুটি গড়েছেন তারা। অবশ্য এতে বাংলাদেশি ফিল্ডার শফিউল ইসলামের বড় অবদান রয়েছে। ম্যাচের টার্নিং পয়েন্টে সাকিবের বলে আকাশে উঠে যাওয়া সহজ ক্যাচ তালগোল পাকিয়ে হাতছাড়া করেন তিনি।

এর আগে বাংলাদেশের চেয়ে ২৪২ রানে পিছিয়ে থেকে প্রথম দিন শেষ করে অস্ট্রেলিয়া। প্রথম দিনেই টাইগারদের স্পিন অ্যাটাকে কুপোকাত হয়ে ৩ উইকেট হারায় স্মিথের দল।