• শুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪

রাজ্জাক তাইজুলে দাপটে বাংলাদেশ


প্রকাশিত: ১১:০২ এএম, ৮ ফেব্রুয়ারি ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৩৬ বার

 

স্পোর্টস রিপোর্র্টার : রাজ্জাক তাইজুলে দাপটে খেলছে বাংলাদেশ টাইগাররা। ওদিকে টসে জিতে ব্যাটিং করতে নেমে ২ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। Test rajjak-www.jatirkhantha.com.bdজাতীয় দলে ফিরেই উইকেট শিকার করে নিজের নামের মর্যাদা রাখলেন রাজ্জাক। ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন আব্দুর রাজ্জাক। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ড্র হওয়া সেই টেস্ট শেষ হয়েছিল ৮ ফেব্রুয়ারি।

কাঁটায় কাঁটায় ৪ বছর পর জাতীয় দলে ফিরেই সাফল্যের মুখ দেখেছেন রাজ্জাক। শ্রীলঙ্কার ইনিংসে ষষ্ঠ ওভারে প্রথম বলে দিমুথ করুনারত্নেকে (৩) তুলে নেন বাঁহাতি এ স্পিনার। ১৭তম ওভারে ধনঞ্জয়া ডি সিলভাকেও (১৬) ফিরিয়েছেন আরেক স্পিনার তাইজুল ইসলাম। তাঁর বলে স্লিপে ক্যাচ দেন ধনঞ্জয়া।

সকালের সেশনে দ্বিতীয় ওভারেই রাজ্জাকের হাতে বল তুলে দেন অধিনায়ক মাহমুদউল্লাহ। নিজের তৃতীয় ওভারেই বাংলাদেশকে ভালো শুরু এনে দেন ৩৫ বছর বয়সী এ স্পিনার। করুনারত্নে খানিকটা এগিয়ে এসে ‘ফ্লিক’ করার চেস্টা করেছিলেন। কিন্তু রাজ্জাকের ঘূর্ণি বল তাঁর পায়ের ভেতর দিয়ে লিটন দাসের গ্লাভসে জমা পড়ে।

স্টাম্পিংয়ের বাকি আনুষ্ঠানিকতাটুকু সারতে উইকেটরক্ষক লিটনের কোনো সমস্যাই হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার স্কোর ২ উইকেটে ৬২। ব্যাট করছেন কুশল মেন্ডিস (৩৯*) ও দানুষ্কা গুনাতিলকা (১*)। প্রথম দিনে সকালের সেশনেই উইকেট থেকে বাঁক ও বাউন্স পাচ্ছেন স্পিনাররা।
সাব্বির রহমানকেও দলে ফিরিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

মোসাদ্দেক হোসেনের জায়গায় খেলছেন সাব্বির।শ্রীলঙ্কা দলে টেস্ট অভিষেক ঘটেছে আকিলা ধনঞ্জয়ার। বাংলাদেশের মতো শ্রীলঙ্কাও এক পেসার নিয়ে একাদশ গড়েছে। টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে ড্র করেছে দুই দল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাব্বির রহমান, লিটন দাস, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও মোস্তাফিজুর রহমান।