• শনিবার , ২৭ এপ্রিল ২০২৪

ফ্রাঙ্কফুর্ট বইমেলায় এঞ্জেলা-ম্যাক্রন ও অমিকন পাবলিসিংয়ের সরব উপস্থিতি


প্রকাশিত: ৮:৩০ পিএম, ১১ অক্টোবর ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৬৭ বার

শফিক রহমান :  জার্মানীতে আজ ১১ অক্টোবর থেকে পাঁচ দিনব্যাপি বহুল আলোচিত ফ্রাঙ্কফুর্ট বইমেলার উদ্ধোধন করেছেন যৌথভাবে জার্মানীর

ফ্রাঙ্কফুর্ট বইমেলার উদ্ধোধন করেছেন যৌথভাবে জার্মানীর চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন
ফ্রাঙ্কফুর্ট বইমেলার উদ্ধোধন করেছেন যৌথভাবে জার্মানীর চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন

চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। মঙ্গলবারের পড়ন্ত বিকেলের গোধুলি লগ্নে মেলা উদ্ধোধনের পর সকলের নজর কেড়েছে সবুজ লেখা ‘বাংলাদেশ’ এর প্যাভিলিয়নে অমিকন পাবলিসিং হাউজ

ফ্রাঙ্কফুর্ট বইমেলায়  এবার বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির স্টলে উপস্থিত ছিলেন, সমিতির আন্তজার্তিক বিষয়ক পরিচালক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, জার্নিম্যান বুকস এর স্বত্বাধিকারী তারিক সুজাত, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পরিচালক নজরুল ইসলাম বাহার এবং বাংলাদেশের পক্ষে অতিথি বক্তা হিসেবে আগামী প্রকাশনীর মিথিয়া ওসমান উপস্থিত ছিলেন।

 ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অমিকন পাবলিসিং হাউজ এর প্রকাশক ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, ব্যবস্থাপনা পরিচালক এম শরীফ উল আলম, পরিচালক দোলা হাসান,ও সৃজনশীল প্রকাশক সমিতির পরিচালক নজরুল ইসলাম বাহার, আগামী প্রকাশনীর মিথিয়া ওসমানসহ অন্যান্যদের দেখা যাচ্ছে

ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অমিকন পাবলিসিং হাউজ এর প্রকাশক ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, ব্যবস্থাপনা পরিচালক এম শরীফ উল আলম, পরিচালক দোলা হাসান,ও সৃজনশীল প্রকাশক সমিতির পরিচালক নজরুল ইসলাম বাহার, আগামী প্রকাশনীর মিথিয়া ওসমানসহ অন্যান্যদের দেখা যাচ্ছে

এছাড়াও বাংলাদেশের সর্ববৃহৎ প্রকাশনা প্রতিষ্ঠান অমিকন পাবলিসিং হাউজ, লেকচার পাবলিকেশন্স, বাংলাপ্রকাশ, অমিকন রাইটস এজেন্সিসহ সৃজনশীল প্রকাশনা সংস্থা আগামী প্রকাশনীর স্টল রয়েছে।

অমিকন পাবলিসিং হাউজ এর প্রতিনিধিত্ব করছেন অমিকন পাবলিসিং হাউজ এর প্রকাশক ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, ব্যবস্থাপনা পরিচালক এম শরীফ উল আলম ও পরিচালক দোলা হাসান। ফ্রাঙ্কফুর্ট বইমেলা প্রসঙ্গে অমিকন পাবলিসিং হাউজ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান বলেন, ” ২০১৭ সালের ফ্রাঙ্কফুর্ট বইমেলায় প্রথমবারের মতো অমিকন পাবলিশিং হাউজ অংশগ্রহণ করেছে।

পৃথিবীর খ্যাতনামা সব প্রকাশনা প্রতিষ্ঠানের সাথে বিশ্বদরবারে বাংলাদেশের পতাকা হাতে উপস্থিত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। বাংলাদেশের প্রকাশনা শিল্পে দীর্ঘ ৩০ বছরের সোনালী অভিজ্ঞতা ও কর্মদক্ষতার আলোকে অমিকন পাবলিশিং হা্উজ আজ যে উচ্চতায় পৌঁছেছে, বইমেলায় তারই প্রতিফলন ঘটবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের স্টলে থাকছে সৃজনশীল, পাঠ্য ও শিক্ষা সহায়ক বইয়ের সমারোহ ও তথ্যের উপস্থাপন। এ প্রতিনিধিত্বশীল অংশগ্রহণে আপনাদের সবার আন্তরিক শুভকামনা প্রত্যাশা করছি।”

অমিকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম শরীফ উল আলম এ প্রসঙ্গে জানান, আমাদের সৃজনশীল প্রকাশনা সংস্থা বাংলাপ্রকাশ, লেকচার পাবলিকেশন্স, মিডিয়া প্রকাশনা, মাদ্রাসা বুক সিরিজ, টেক্সট বুক, অনলাইন পাবলিসিং ও রেফারেন্স বুকসহ তথ্য প্রযুক্তি’র বিভিন্ন প্রকাশনা জার্মানীর এই বই মেলায় তুলে ধরা হবে। বই মেলায় বাংলাদেশের জন্যে স্টল বরাদ্দ দেয়া হয়েছে- হল ৪ এবং বুথ বি-৮৩।

আয়োজক সূত্রে জানা গেছে, এবার ফ্রাঙ্কফুর্ট বই মেলায় বিশ্বের কমপক্ষে ১০০ দেশ থেকে ৭০০০ বই প্রকাশক অংশ গ্রহণ করছেন। এবার মেলায় হাজার কোটি টাকার বই এর লেনদেন ও অর্ডার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।