• শুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪

ঢাকা’য় ‌’ডিনামাইট’ মোহাম্মদ আমির


প্রকাশিত: ৭:১৫ পিএম, ১৮ নভেম্বর ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২৮ বার

স্পোর্টস রিপোর্টার :  ঢাকায় নামলেন ঢাকা ডায়নামাইটসের ডিনামাইট মোহাম্মদ আমির। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের এক নম্বর পেসারের মধ্যে তিনি ? বিষয়টা নিয়ে বিতর্ক হতে ?????????????????????????????????পারে। তবে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির বিশ্বের সেরা তিন পেসারের একজন হবে সেটা বল্ই বাহুল্য। সূত্রে জানা গেছে, আজ সকালেই কুমিল্লার হয়ে মাঠ মাতাতে ঢাকায় এসেছিলেন শোয়েব মালিক-ফখর জামান-হাসান আলিরা। এবার ঢাকার হয়ে মাঠ কাঁপাতে ডিনামাইট হয়ে চলে এসেছেন পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমির।

পাকিস্তানি এ স্পিড স্টারের ক্যারিয়ারে বিপিএল বিশাল মাইলফলক হয়ে থাকবে। আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বছরের নিষেধাজ্ঞা কাটানোর পর দেশের বাইরে প্রথম বিপিএলেই নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছিলেন তিনি। বিপিএলের তৃতীয় আসরে মাঠ মাতান চিটাগাং ভাইকিংসের হয়ে। সেবারই নিজের পূনরুত্থানের জানান দিয়েছিলেন আমির। যার কারণে আমির সুযোগ পেয়েছিলেন পাকিস্তান জাতীয় দলের হয়ে পূনরায় খেলার জন্য।

এবার দল পাল্টেছেন আমির। ঢাকা ডায়নামাইটসে নাম লিখেছেন তিনি। দুর্দান্ত ফর্মে থাকা আমির ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ করে চলে আসলেন বিপিএলে খেলার জন্য। আজ বিকেল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নামেন তিনি। দলটি এমনিতেই তারকায় সমৃদ্ধ। মোহাম্মদ আমির যোগ দেয়ায় ঢাকার শক্তি বেড়ে গেল অনেকটাই।ঢাকা ডায়নামাইটসের কোচ খালেদ মাহমুদ সুজন এই তথ্য নিশ্চিত করেন। হয়তো ঢাকার পরের ম্যাচেই মাঠে নামবেন পাকিস্তানের বামহাতি এই পেসার।