• শুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪

খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ ১৩ বনদস্যু নিহত


প্রকাশিত: ৯:৩৭ পিএম, ৫ অক্টোবর ১৪ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৯০ বার

খুলনা অফিস:

banduk-1খুলনার পাইকগাছা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ জন নিহত হয়েছে। আজ রোববার ভোরে ও দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, তারা সবাই সুন্দরবনের বনদস্যু। এ ঘটনায় পুলিশের ছয় সদস্য আহত হন।

খুলনার পুলিশ সুপার হাবিবুবুর রহমানের ভাষ্য, আজ ভোরে উপজেলার দেলুটি ইউনিয়নের ঝিলবুনিয়া গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কারিমুল (৪০) ও হবি (৪২) নামের দুজন বনদস্যু নিহত হয়। ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের নিয়ে সুন্দরবনে অভিযান চালায় পুলিশ।

অভিযান চলাকালে বনদস্যু কাশেম বাহিনীর সদস্যরা ওই ১৩ জনকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে কাশেম বাহিনীর সদস্যরা পিছু হটে যায়। দুই পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী গুলিবিনিময় হওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জন বনদস্যুর লাশ উদ্ধার bondhuk_512385622-272x125করে। এ ঘটনায় পুলিশের ছয়জন সদস্য আহত হয়েছেন বলে দাবি করেন হাবিবুর রহমান।

এর আগে ভোরে ঝিলবুনিয়া গ্রাম থেকে ছয়টি বন্দুক ও ২৯টি গুলি উদ্ধার করা হয়।