• শুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪

এবার মীর কাশেমের পালা-পূর্ণাঙ্গ রায় যেকোনো দিন


প্রকাশিত: ১:৫৯ এএম, ১৫ মে ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৬২ বার

হাইকোর্ট রিপোর্টার   :  মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া 125610Mir-Kasem-Aliরায়ের বিরুদ্ধে জামায়াত নেতা মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড বহালের পূর্ণাঙ্গ রায় যেকোনো দিন প্রকাশ করা হতে পারে। এ ছাড়া আপিল বিভাগে আরো ১২ আসামির মামলা শুনানির অপেক্ষায় রয়েছে বলে আদালত সূত্র জানায়।

জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল মামলায় গত ৮ মার্চ সংক্ষিপ্ত রায় ঘোষণা করা হয়। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ জনাকীর্ণ আদালতে এ রায় দেন। এটি আপিলে সপ্তম মামলা, যার আপিলে রায় হলো।

আপিলে শুনানির অপেক্ষায় থাকা মামলার আসামিরা হলেন জামায়াতের অন্যতম শীর্ষ নেতা আব্দুস সুবহান ও এ টি এম আজহারুল ইসলাম, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত মোবারক হোসেন, জাতীয় পার্টির নেতা সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সার ও সাবেক এমপি পলাতক ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার, চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটু, বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার ও খান আকরাম হোসেন, পটুয়াখালীর ফোরকান মল্লিক, নেত্রকোনার আতাউর রহমান ননী ও ওবায়দুল হক তাহের। পর্যায়ক্রমে এসব আপিল শুনানি ও নিষ্পত্তি হতে পারে বলে জানিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্র।

এদিকে আপিলের আরেক রায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি গত বছর ৩১ ডিসেম্বর প্রকাশিত হয়। রায় রিভিউ চেয়ে রাষ্ট্র ও আসামিপক্ষ ইতিমধ্যে আবেদন দাখিল করেছে। এ রিভিউ আবেদনও শুনানির অপেক্ষায় রয়েছে। মীর কাশেমের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হলে এ রায় রিভিউ চেয়ে আবেদন করার জন্য ১৫ দিন সময় পাবেন তিনি।

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শেষে এ পর্যন্ত ২৩ মামলায় রায় ঘোষণা করেছে। ২৪তম রায় ঘোষণার অপেক্ষায় রায়েছে। রায় হওয়ায় মামলার বেশ কয়েকজন আসামি পলাতক রয়েছেন। এতে তারা ইতিমধ্যে আপিলের সুযোগ হারিয়েছেন।