• শুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪

‘আজই জেলে যেতে হবে খালেদাকে’


প্রকাশিত: ২:৫৬ পিএম, ৮ ফেব্রুয়ারি ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৭৪ বার

স্টাফ রিপোর্টার :  আইন মন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকারি টাকা আত্মসাত মামলায়  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরে কারাদণ্ড ???????দেয়া হয়েছে। এই রায়ের ফলে আজ বৃহস্পতিবার’ই তাকে জেলে যেতে হবে। আইনে এটাই বলা হয়েছে বলে তিনি জানান। এদিকে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। জেলের পাশাপাশি প্রত্যেককে দুই কোটি দশ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

এছাড়া তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি চার আসামি হলেন, সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সাংসদ ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান। এর মধ্যে পলাতক আছেন তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।
আজ বেলা আড়াইটার দিকে এই রায় ঘোষণা করা হয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা এক নজরে-

দুদকের মামলা: ২০০৮ সালের ৩ জুলাই

অভিযোগপত্র: ২০০৯ সালের ৫ আগস্ট
অভিযোগ গঠন: ২০১৪ সালের ১৯ মার্চ
আসামির সংখ্যা: ছয়জন
সাক্ষ্যগ্রহণ: ৩২ জন সাক্ষীর
যুক্তিতর্ক শেষ: ২৫ জানুয়ারি
বিচারের সময়: ২৩৬ কার্যদিবস
যুক্তিতর্ক শুনানি: ১৬ কার্যদিবস