• বুধবার , ১ মে ২০২৪

রাষ্ট্রবিরোধী অশ্লীলতায় বন্ধ ৫৮ অনলাইন


প্রকাশিত: ৫:২৩ পিএম, ১০ ডিসেম্বর ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৫০ বার

স্টাফ রিপোর্টার : রাষ্ট্রবিরোধী এবং অশ্লীল খবর প্রচারের কারণে ৫৮টি অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা-বিটিআরসি জানায়, দেশের ৫৮টি অনলাইন পোর্টাল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে । রোববার বিকালে দেশের ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি)-কে বিটিআরসি লিখিতভাবে এই নির্দেশনা দিয়েছে বলে জানান ইন্টারনেট সেবা সংস্থাগুলোর সংগঠন আইএসপির মহাসচিব ইমদাদুল হক। যেসব পোর্টাল বন্ধের নির্দেশ এসেছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, প্রিয় ডটকম, রাইজিংবিডিডটকম, পরিবর্তনডটকম, শীর্ষনিউজ২৪ডটকম, ঢাকাটাইমস২৪ডটকম ইত্যাদি।

বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক জানান, এসব পোর্টাল রাষ্ট্রবিরোধী সেইসঙ্গে অশ্লীল খবর প্রচার করে আসছিল।এসব কারণে পোর্টালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।তবে কোন পোর্টালের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ এসেছে – সেটা তিনি সুনির্দিষ্টভাবে কিছুই বলেননি। ওদিকে কী কারণে পোর্টালগুলোর বিরুদ্ধে এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে – সে ব্যাপারে আইএসপির মহাসচিব ইমদাদুল হকও স্পষ্ট করে কিছু জানাতে পারেনি।

তিনি বলেন, আমাদের কাছে কেবল নির্দেশনা এসেছে, সেখানে কোন কারণ উল্লেখ করা হয়নি। তিনি জানান, বিটিআরসির পক্ষ থেকে গতকাল বিকেলে তাদের কাছে ই-মেইলের মাধ্যমে ওই ৫৮টি সাইট বন্ধের নির্দেশ আসে। তারপর থেকে তারা সেই সিদ্ধান্ত কার্যকরের উদ্যোগ গ্রহণ করেন। তবে আজ দুপুর পর্যন্ত ওই তালিকার বেশিরভাগ পোর্টাল সক্রিয় অবস্থায় দেখা যায়। এ ব্যাপারে মি. হক জানান, এতোগুলো পোর্টাল বন্ধ করা টেকনিক্যালভাবে জটিল। তাই এই কাজ কিছুটা সময় সাপেক্ষ। তবে আজ রাতের মধ্যেই তালিকাভুক্ত সব পোর্টাল পর্যায়ক্রমে বন্ধ করা হবে বলে জানান তিনি।