• রোববার , ৫ মে ২০২৪

রামগঞ্জের টিচার মনির-শিক্ষক না ডাকাত?


প্রকাশিত: ১:৩২ পিএম, ৮ মে ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৫৯ বার

লক্ষীপুর প্রতিনিধি   :   রামগঞ্জের টিচার মনির শিক্ষক না ডাকাত?  লক্ষ্মীপুরের রামগঞ্জ এমইউ 1সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির হোসেন গত শনিবার সকালে একই স্কুলের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে বেদম পিটিয়ে আহত করেন। খবর পেয়ে অভিভাবকরা তাকে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করেন।

শনিবার সকাল ১১টায় পরীক্ষা চলাকালে নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াছিন আরাফাত জীবন পিছনে তাকালে সহকারী শিক্ষক মনির হোসেন মোল্লা স্কেল দিয়ে বেদম মারপিট করেন। এ সময় তার কান রাক্তাক্ত হলে সে পরীক্ষা দিতে অপারগতা প্রকাশ করে। এতে শিক্ষক আরও ক্ষিপ্ত হয়ে ইয়াছিন আরাফাত জীবনের বুকে লাথি মেরে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি পিটিয়ে মারাত্মক আহত করেন।

শিক্ষার্থীর চাচা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম জানান, পশুকেও মানুষ এইভাবে মারতে পারে না। আমরা এর বিচার চাই। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুল আজিজ জানান, বিষয়টি অত্যন্ত দুঃজনক। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।