• বৃহস্পতিবার , ২ মে ২০২৪

মায়ানমার, জাপানের পর এ বার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইকুয়েডর-মৃত অন্তত ৪১


প্রকাশিত: ১:০৩ পিএম, ১৭ এপ্রিল ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৯৮ বার

আন্তজার্তিক ডেস্ক রিপোর্টার  :  মায়ানমার, জাপানের পর এ বার ইকুয়েডর। চার দিনে তৃতীয়বার 1জোরেসোরে কেঁপে উঠল মেদিনী। শনিবার স্থানীয় সময় সন্ধে ৭টা নাগাদ প্রবল ভূমিকম্পে কাঁপল ইকুয়েডরের উত্তর-পশ্চিম অংশ। মৃত্যু হয়েছে অন্তত ৪১ জনের। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮।

সমুদ্র তীরবর্তী গুয়াইয়াকুইল শহর এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। একটি সেতু ভেঙে পড়েছে ইকুয়েডরের সবচেয়ে জনবহুল এই শহরে। মান্তায় ভেঙেছে বিমানবন্দরের টাওয়ার। গুয়াইয়াকুইল ছাড়াও বড়সড় ক্ষয়ক্ষতি হয়েছে পোর্তোভিয়েজো, মান্তা, গুয়াইয়াসে। ক্ষতি হয়েছে রাজধানী কিউটোরও। ভেঙে পড়েছে প্রচুর ঘরবাড়ি।

দেশের সমুদ্র উপকূল এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে ইকুয়েডর সরকার। সুনামি সতর্কতা জারি হয়েছে প্রতিবেশী পেরুতেও।