• রোববার , ৫ মে ২০২৪

ভুয়া জন্মদিন পালনের অভিযোগ-এবার ওয়ান্টেড খালেদা জিয়া


প্রকাশিত: ২:০৪ পিএম, ১৭ নভেম্বর ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৪৩ বার

বিশেষ প্রতিনিধি  :  ভুয়া জন্মদিন পালনের অভিযোগে দায়ের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে khalada-www-jatirkhantha-com-bdগ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ পরোয়ানা জারি করেন।

একইসঙ্গে খালেদা জিয়ার গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২০১৭ সালের ২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

প্রসঙ্গত, গত ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।আদালত মামলাটি আমলে নিয়ে খালেদাকে আদালতে হাজিরের জন্য সমন জারি করেছিলেন।

১৭ অক্টোবর আদালতে হাজির হয়ে সমনের জবাব দেয়ার কথা ছিল খালেদা জিয়ার। কিন্তু তিনি সেদিন হাজির হননি। পরে বাদী গ্রেফতারি পরোয়ানার আবেদন জানালে আদালত আবেদনটি নথিভুক্ত করে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে আদেশের জন্য ২ নভেম্বর দিন ধার্য করেন।

ওইদিন এ বিষয়ে আদেশ না দিয়ে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান আদেশের জন্য আজকের দিন ধার্য করেন। সে অনুযায়ী এই গ্রেফতারি পরোয়ানা জারি হল।