• শুক্রবার , ১৭ মে ২০২৪

‘বাংলাদেশ হ্যামারা হ্যায় রিলিফ নয় কাজ চাই পূর্নবাসন চাই’


প্রকাশিত: ১১:৫৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২১ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৬৭৬ বার

পল্লবী প্রতিনিধি : বাংলাদেশী বিহারী পুর্নবাসন সংসদ (বিবিআরএ) ‘বাংলাদেশ হ্যামারা হ্যায় রিলিফ নয় কাজ চাই পূর্নবাসন চাই’ শ্লোগানে শ্লোগানে বিহারীরা আন্তজার্তিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে।দিবসটি উপলক্ষ্যে  রবিবার (২১.০২.২০২১) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ঊর্দূভাষীদের সংগঠন বাংলাদেশী বিহারী পূণর্বাসন সংসদ ( বিবিআরএ) পল্লবী থানা শাখা ও মোহাম্মদপুর জেনেভা ক‍্যাম্প শাখা শ্রদ্ধা নিবেদন করেছে।

বিবিআরএ এর পল্লবী থানা শাখার সাধারণ সম্পাদক আলম শাহ, তোফাজ্জল হোসেন আজাদ, শেখ আলী ইমাম পাপ্পু, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উমর ফারুক, মোহাম্মদ মুরাদ, মোহাম্মদ শাওকাত আলী এর নেতৃত্বে মিরপুর হতে এবং বিবিআরএ এর মোহাম্মদপুর জেনেভা ক‍্যাম্প শাখা কমিটির আনোয়ার রেজা, সারওয়ার হোসেন খান, মোহাম্মদ আরজু, মোহাম্মদ নাসির, মোহাম্মদ রাফিক, মোহাম্মদ রাব্বি, সজীব রহমান, সজীব কাদেরী, সজিব চিস্তির নেতৃত্বে পৃথক দুটি মিছিলকে শহীদ মিনারে উপস্থিত হাজার হাজার মানুষ করতালি দিয়ে অভিনন্দন জানায়।

বিহারীরা তাদের মিছিল হতে বাংলাদেশ আমার দেশ- বাংলাদেশ হামারা হায়, রিলিফ নয় কাজ চাই- সবার আগে শিক্ষা চাই, অবিলম্বে পূনর্বাসনের দাবী – মেনে নাও মানতে হবে, বাংলাদেশ জীন্দাবাদ প্রভৃতি স্লোগানে বিশ্ববিদ্যালয় এলাকা সহ শহীদ মিনার প্রকম্পিত করে। শহীদ মিনারে বিহারীদের সরব উপস্থিতিতে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়।খুলনার ঊর্দূভাষী বিহারী ভাষা সৈনিক ও ন‍্যাপ নেতা ড. সৈয়দ ইউসুফ হাসানকে মরনোত্তর একুশে পদক প্রদান, অবিলম্বে ক‍্যাম্পবাসীদের পূনর্বাসন ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে” ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় নাম করনের দাবীতে শহীদ মিনার এলাকায় বিহারীগন প্রচারপত্র বিলি করেন।