• বৃহস্পতিবার , ২ মে ২০২৪

পানামা পেপার কেলেংকারির পর ফনসেকার প্রধান কার্যালয়ে পুলিশ


প্রকাশিত: ১০:২৪ এএম, ১৩ এপ্রিল ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১১৫ বার

বিবিসি অবলম্বনে আসমা খন্দকার  :   নথি ফাঁসের ঘটনার পর পানামায় আইনি পরামর্শক 1প্রতিষ্ঠান মোস্যাক ফনসেকার প্রধান কার্যালয়ে দেশটির অ্যাটর্নি জেনারেলের অফিসের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে। দেশটির পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে অবৈধ কার্যকলাপের নথির খোঁজ করা হয়।

মঙ্গলবার বিকেলে এই অভিযান চালানোর সময় পুলিশ প্রতিষ্ঠানটির চারপাশে অবস্থান নেয়। পানামা পেপারস কেলেঙ্কারির পর বিশ্বের বড় বড় রাজনীতিবিদ ও তারকা বিব্রত হয়েছেন। তাঁদের বিরুদ্ধে কর ফাঁকি ও অর্থ পাচার করে বিদেশে লাভজনক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার অভিযোগ উঠেছে।

পানামার পুলিশের এক বিবৃতিতে বলা হয়, মোস্যাক ফনসেকার বিরুদ্ধে কর ফাঁকি ও প্রতারণার অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির কার্যালয়ে নৈতিক কর্মকাণ্ডের নথি খোঁজা হয়েছে। আইনজীবী জাভিয়ার ক্যারাভালো এ অভিযানে নেতৃত্ব দেন।

বিশ্বের ৭৬টি দেশের ১০৭টি সংবাদমাধ্যমের ৪০০ সাংবাদিক পানামা পেপারস নামে এক কোটি ১৫ লাখ নথি ফাঁস করেছেন। এর কিছু অংশ গত ৪ এপ্রিল বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে। এই নথিতে পাওয়া দুর্নীতিবাজদের বাকি তালিকা চলতি বছরের মে মাসে প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।