• সোমবার , ২৯ এপ্রিল ২০২৪

ঢাকায় তোর কাজ কি?


প্রকাশিত: ১০:১৪ পিএম, ২৮ অক্টোবর ২৩ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২৩ বার

মেডিকেল রিপোর্টার : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে এক ব্যক্তিকে এভাবেই টেনেহিঁচড়ে নিয়ে যায় পুলিশ। ওই ব্যক্তি সেখানে রহস্যজনক ঘোরাফেরা করছিল বলে পুলিশ
সন্দেহ করে। একপর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে যায় শাহবাগ থানা পুলিশ। ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম বলে জানা গেছে। এ সময় পুলিশের এক সদস্য রফিকুল কে ‘ঢাকার বাইরে থেকে কেন এসেছিস? ঢাকায় তোর কাজ কী?’ বলতে বলতে পুলিশের গাড়িতে তোলে।
শনিবার বিকেল সোয়া চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে রফিকুল ইসলাম নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় সাংবাদিকেরা প্রশ্ন করলে ওই ব্যক্তি নিজেকে নারায়ণগঞ্জের বাসিন্দা এবং হকার বলে পরিচয় দেন।

প্রত্যক্ষদর্শীরা দৈনিক সত্যকথা প্রতিদিন কে জানান, সোয়া চারটার দিকে পুলিশের এক সদস্য ও একজন আনসার সদস্য খালি গায়ে থাকা এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ থেকে টেনেহিঁচড়ে বের করেন। এ সময় ওই ব্যক্তি ‘আমারে বাঁচান, আমি কিছু করি নাই’ বলে মিনতি করছিলেন। কিন্তু ওই পুলিশ ও আনসার সদস্য তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যেতে থাকেন। এ সময় পুলিশ সদস্য ওই ব্যক্তিকে ‘ঢাকার বাইরে থেকে কেন এসেছিস? ঢাকায় তোর কাজ কী?’—এসব বলছিলেন। পুলিশের গাড়িতে তোলার সময় রফিকুল বলতে থাকেন, আমি হকার। আমার টাকা নাই চিকিৎসা করার।ওই ব্যক্তিকে আটকের বিষয়ে সাংবাদিকদের কিছু বলেননি পুলিশের ওই সদস্য। এ বিষয়ে জানতে মুঠোফোনে কল করা হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ ফোন রিসিভ করেননি।

এদিকে ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা নিচ্ছেন পুলিশের আহত সদস্যরাও। নয়াপল্টনে আহত কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকও ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। বিকেল সাড়ে চারটার দিকে মেডিকেলের জরুরি বিভাগের ফটকে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দিতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একদল নেতা-কর্মীকে।