• বৃহস্পতিবার , ২ মে ২০২৪

ডায়াবেটিস রুখতে পারে ভায়াগ্রা, বলছেন গবেষকরা


প্রকাশিত: ৭:৩৭ পিএম, ১৯ নভেম্বর ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৪১ বার

cindelafina-www.jatirkhantha.com.bdড. দিন মোহাম্মদ :  এক দিকে যৌন সমস্যা, অন্য দিকে ডায়াবেটিস। এই দুই নিয়েই জেরবার বর্তমান প্রজন্ম। কাজের চাপ, স্ট্রেসের চোটে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা যেমন বাড়ছে, তেমনই ক্ষতিগ্রস্ত হচ্ছে সেক্স লাইফও। তবে এ বার নাকি এক ঢিলে দুই পাখি মারা যাবে। মানে এক দল গবেষক দাবি করছেন ভায়াগ্রা নাকি হতে পারে ডায়াবেটিসের মোক্ষম ওষুধ!

ভায়াগ্রা হিসেবে বাজারে বিক্রি হয় সিলডেনাফিল। ভ্যানডারবিল্ট ইউনিভার্সিটির মেডিক্যাল সেন্টারের গবেষকদের দাবি, এই ওষুধ রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে। ফলে আয়ত্তে থাকে ডায়াবেটিস। সিলডেনাফিল পেশির শিথিলতা বজায় রেখে শরীরে রক্ত সঞ্চালন স্বাবাবিক রাখে।

ফলে ইরেকটাইল ডিসফাংশনের চিকিত্সায় ব্যবহৃত হয় এই ওষুধ। হাইপারটেনশনের সমস্যাতেও নাকি ভাল কাজ করে সিলডেনাফিল। ক্লিনিকাল এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজম জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণার ফল।ভায়াগ্রার যে এত গুণ আগে জানতেন কি?