• রোববার , ৫ মে ২০২৪

ট্রাম্পকে হারাতে দুই কোটি ডলার দেবেন দাস্তিন


প্রকাশিত: ১১:১০ পিএম, ৯ সেপ্টেম্বর ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৪৭ বার

 

সিএনএন অবলম্বনে এস রহমান : যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে দুই কোটি 12মার্কিন ডলার দেওয়ার অঙ্গীকার করেছেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা দাস্তিন মস্কোভিৎজ।

শুক্রবার দাস্তিন ও তার স্ত্রী ক্যারি টুনা এ অনুদানের ঘোষণা দেন।
দাস্তিন রীতিমতো ট্রাম্পকে বিভেদ সৃষ্টিকারী ও বিপজ্জনক বলে মনে করেন। অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন আশাবাদের দর্শন নিয়ে কাজ করছেন বলে তিনি জানান।

প্রায় ১০ বিলিয়ন ডলারের মালিক ৩২ বছরের দাস্তিন এবারের নির্বাচনে হিলারি ক্লিনটনকে সমর্থন করছেন। তিনি বৃহস্পতিবার রাতে ডেমোক্র্যাটিক প্রার্থীদের মোটাঅংকের অর্থ অনুদানের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ‘মিডিয়াম’-এ জানান। এ অর্থ প্রদানের মধ্য দিয়ে তিনি ডেমোক্র্যাটিক দলের তৃতীয় বৃহৎ অনুদানদাতার মর্যাদা পাবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গের কলেজ রুমমেট এবং ফেসবুকের পাঁচ প্রতিষ্ঠাতার অন্যতম দাস্তিন রাজনৈতিকভাবে তেমন সক্রিয় নন। তার এ অনুদান সঙ্গত কারণেই বিশ্ববাসীকে চমকে দিয়েছে।