• বুধবার , ১ মে ২০২৪

চট্টগ্রাম থেকে ছাড়ল ১ম হজফ্লাইট


প্রকাশিত: ৭:৪৪ পিএম, ২২ জুলাই ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১০২ বার

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০৭ জন যাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট। রোববার বিকেল ৩টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি চট্টগ্রাম ছেড়ে যায়। এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২২টি ফ্লাইটে চট্টগ্রাম থেকে সাড়ে নয় হাজার হজযাত্রীর সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।

চট্টগ্রাম বিমান বন্দর ব্যবস্থাপক সারওয়ার-ই-জাহান জাতিরকন্ঠকে জানান, এবার চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট সরাসরি মদিনায়, ৫টি জেদ্দায় যাবে। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালন করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৬ হাজার ৭৯৮ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ২০ হাজার। বেসরকারি ব্যবস্থাপনায় ৫২৮টি হজ এজেন্সি এবার হজ কার্যক্রম পরিচালনা করছে।

যাত্রী পরিবহনে আগে থেকেই ঠিক করে রাখা হয়েছে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইনস। এর মধ্যে বিমান বাংলাদেশ ১৮৭টি ফ্লাইটে ৬৪ হাজার ৯৬৭ জন এবং সৌদি এয়ারলাইনস ১৮৮টি ফ্লাইটে ৬১ হাজার ৮৩১ জন যাত্রী পরিবহন করবে।